Web bengali.cri.cn   
দ্বিতীয় বিশ্ব চীনাতত্ত্ব অধিবেশন পেইচিংয়ে অনুষ্ঠিত হবে
  2010-12-03 17:01:02  cri

দ্বিতীয় বিশ্ব চীনাতত্ত্ব অধিবেশন ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত পেইচিংয়ে অনুষ্ঠিত হবে। প্রায় ১৮০ জন দেশি-বিদেশী বিখ্যাত পন্ডিত ও চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতসহ অনেক সম্মানিত অতিথি এ অধিবেশনে অংশ নেবেন।

চীনের গণ বিশ্ববিদ্যালয় ও কনফুসিয়াস ইনস্টিটিউট সদর দপ্তরের যৌথ উদ্যোগে এবারের 'বিশ্ব চীনাতত্ত্ব অধিবেশন' আয়োজিত হচ্ছে। এবারের অধিবেশনের প্রসঙ্গ হচ্ছে 'চীনাতত্ত্ব আর আন্তঃসাংস্কৃতিক বিনিময়'। এবার 'চীনাতত্ত্ব ও সাংস্কৃতিক সংলাপ', 'চীনাতত্ত্ব ও ঐতিহাসিক গবেষণা' আর 'চীনাতত্ত্ব ও চীনা গ্রন্থের অনুবাদ'সহ ছয়টি ফোরাম এবং 'প্রাচীন গ্রন্থ ও চীনাতত্ত্বের গবেষণা' ও 'চীনের সাহিত্য ও আধুনিক চীনাতত্ত্বের বিনিময়' শীর্ষক দুটি গোল টেবিল সম্মেলন অনুষ্ঠিত হবে।

সাম্প্রতিক বছরগুলোতে বিদেশের চীনাতত্ত্ব গবেষক আর চীনের পন্ডিতদের যোগাযোগ দিন দিন ঘনিষ্ঠ হয়েছে। অনেক চীনাতত্ত্ববিদ সারা বিশ্বে চীনা ভাষা ও চীনের সংস্কৃতির সম্প্রসারণের ক্ষেত্রে ইতিবাচক অবদান রেখেছেন। (ইয়ু কুয়াং ইউয়ে)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040