কুমিল্লা জেলার শ্রোতা হাসান মাহবুব বাবু তার চিঠিতে জিজ্ঞেস করেছেন, চীনে কত লোক বাংলা ভাষা জানেন?
উত্তর: বতর্মানে চীনে যারা বাংলা ভাষা জানেন তাদের সংখ্যা চলিশের মতো। কিন্তু কেবল চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগের কর্মচারীরা প্রতি দিন বাংলা ভাষা নিয়ে কাজ করছেন। বেশ কয়েক জন লোক আগে বাংলা শিখছিলেন কিন্তু এখন আর বাংলা ভাষা চর্চা করেন না। সবাই জানেন , ভাষা চর্চা না করলে আস্তে আস্তে ভূলে যায়। কেন অধিকাংশ লোক পরে বাংলা ভাষা দিয়ে কাজ করেন নি? কারণ খুব সহজ। চীন আন্তর্জাতিক বেতার ছাড়া চীনের অন্যান্য সংস্থায় বাংলা ভাষা ব্যবহারের খুব একটা প্রয়োজন নেই। কিন্তু আমার বিশ্বাস , চীন ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক যোগাযোগ বাড়ানোর সঙ্গে সঙ্গে বাংলা ভাষা প্রয়োজনের চাহিদা বাড়বে। ভবিষ্যতে আরও বেশী লোক বাংলা ভাষা শিখবেন।