উত্তর ইউরোপীয় অঞ্চলের হান ভাষা শিক্ষা বিষয়ক প্রথম সেমিনার ২৩ এবং ২৪ মে নরওয়ের পশ্চিমাঞ্চলের উপকূলীয় শহর বার্গেনে সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে।
নরওয়ের বার্গেন কনফুসিয়াস ইন্সটিটিউটের উদ্যোগে এবং উত্তর ইউরোপের বিভিন্ন দেশের কনফুসিয়াস ইন্সটিটিউটের সাহায্যে এবারের সেমিনার অনুষ্ঠিত হয়। উত্তর ইউরোপের বিভিন্ন দেশের দশ জনেরও বেশি হান ভাষার শিক্ষক প্রতিনিধি হান ভাষার শিক্ষাদানের অবস্থা এবং শিক্ষাদানের গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন।
বার্গেন কনফুসিয়াস ইন্সটিটিউটের চীন পক্ষের মহাপরিচালক সিয়ে ওয়েই বলেন, উত্তর ইউরোপের হান ভাষার শিক্ষকদেরকে সাহায্য করা হচ্ছে কনফুসিয়াস ইন্সটিটিউটের দায়িত্ব। (লিলি)