Web bengali.cri.cn   
রোমানিয়া সফর শেষ করে সি চিন পিং চীনে ফিরে এসেছেন
  2009-10-21 11:03:56  cri

রোমানিয়ায় আনুষ্ঠানিক সফর শেষে চীনের ভাইস প্রেসিডেন্ট সি চিন পিং ২০ শে অক্টোবর সন্ধ্যায় স্বদেশের উদ্দেশ্যে বুখারেস্ট ত্যাগ করেছেন । সি আর আই সংবাদদাতা এ খবর জানিয়েছেন ।

গত ৭ই অক্টোবর থেকে ২০ শে অক্টোবর পর্যন্ত বেলজিয়াম , জার্মানী ,বুলগেরিয়া ,হাঙ্গেরী ও রোমানিয়া সফরকালে ভাইস প্রেসিডেন্ট সি চিন পিং এ পাঁচটি দেশের নেতাদের সংগে দ্বিপাক্ষিক সম্পর্ক ও অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গভীরভাবে মত বিনিময় করেন এবং ব্যাপকভাবে মতৈক্যে পৌঁছেন ।

বেলজিয়াম সফরকালে ভাইস প্রেসিডেন্ট সি চিন পিং বেলজিয়ামের রাজা দ্বিতীয় আ্যলবার্টের আমন্ত্রণে ইউরোপালিয়া-চীন শিল্প উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । জার্মানী সফরকালে তিনি বার্লিনে চীনের সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করেন এবং ফ্রান্কফুর্ট বই মেলার উদ্বোধনী অনুষ্ঠান ও প্রধান অতিথি দেশ হিসেবে চীনের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । হাঙ্গেরী সফরকালে তিনি চীনা ভাষা ও হাঙ্গেরীয় ভাষা শেখানোর একটি স্কুল পরিদর্শন করেন । তা ছাড়া তিনি চীন-বেলজিয়াম অর্থনৈতিক ও বাণিজ্যিক ফোরাম , চীন- বুলগেরিয়ার শিল্পপতিদের প্রাত:রাশসভা এবং চীন- হাঙ্গেরীর শিল্পপতিদের সম্মিলনী এবং চীন-রোমানিয়া অর্থনৈতিক ও বাণিজ্যিক ফোরামেও উপস্থিত ছিলেন ।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040