Web bengali.cri.cn   
চীন ও বাংলাদেশের শিল্পকলা ক্ষেত্রের সহযোগিতার সুষ্ঠু উন্নয়ন
  2009-10-21 10:48:44  cri

 এ বছর চীন গণ প্রজাতন্ত্রের ৬০ বছর পূর্ণ হবে। গত ৬০ বছর ধরে বিভিন্ন দেশের সঙ্গে চীনের সংস্কৃতি ও শিল্পকলা ক্ষেত্রের সহযোগিতা একটানা সম্প্রসারিত হয়ে আসছে।

আমিন আর তাঁর স্ত্রী

১৯৭৯ সালের নভেম্বর মাসে চীন ও বাংলাদেশ সরকার প্রথমবারের মত সংস্কৃতি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে। এরপর প্রতি তিন বছর অন্তর দু'দেশের মধ্যে এক'বার সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এরপর থেকে দু'দেশের সংস্কৃতি ও শিল্পকলা ক্ষেত্রের যোগাযোগ ও বিনিময় ঘনিষ্ঠ হয়েছে। দু'দেশের সংগীত শিল্পী দলের পারস্পরিক সফর আর চারু শিল্পীদের একক ও যৌথ প্রদর্শনীর মাধ্যমে দু'দেশের জনগণ দু'দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে জানতে পারছে। দু'দেশের জনগণের মৈত্রীও এ সব যোগাযোগের মাধ্যমে আরো গভীরতর হয়েছে।

পেইচিংয়ে পি.এইচ.ডি'র ছাত্র বাংলাদেশের চিত্রশিল্পী রশিদ আমিন সম্প্রতি আমাদের সংবাদদাতা মেন চিয়া লিকে এক সাক্ষাত্কার দিয়েছেন। সাক্ষাত্কারে তিনি চীনের ঐতিহ্যিক বসন্ত উত্সবের সঙ্গে চীনে তাঁর ঈদ উদযাপনের তুলনা করে লব্ধ অভিজ্ঞতার ব্যাখ্যা করেছেন এবং শিল্পকলা ক্ষেত্রে চীন ও বাংলাদেশের বিনিময় ও ভবিষ্যত প্রত্যাশার দিক থেকে নিজের মন্তব্য রেখেছেন। বন্ধুরা, এখন শুনুন সাক্ষাত্কারটি।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040