Web bengali.cri.cn   
চীনের প্রাচীনকালের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র-সেন
  2009-10-20 21:19:22  cri
    সেন চীনের প্রাচীনকালের এক ধরনের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র । এ ধরনের বাদ্যযন্ত্রের রীড কম্পনের সাহায্যে সংগীতের সুর বাজানো যায় । পশ্চিমাদের বেশ কিছু বাদ্যযন্ত্রও এ কাজকে কাজে লাগিয়ে তৈরি করা হয় । সেন – চীনের এ প্রাচীন ঐতিহ্যবাহী যন্ত্র পাশ্চাত্য বাদ্যযন্ত্রের তৈরি ও উন্নয়নের ব্যাপারে ইতিবাচক ভূমিকা পালন করেছে । প্রাচীনকালে চীনের সেন নামে বাদ্যযন্ত্র 'সিল্ক পথের মাধ্যমে পারস্য উপসাগরীয় অঞ্চলে প্রচলন করা হয়। অষ্টাদশ খ্রীস্টাব্দে ফরাসী খৃষ্টান ধর্মীয় প্রচারকের মাধ্যমে চীনের এ ধরনের বাদ্যযন্ত্র ইউরোপে প্রচলন করা হয় । ইউরোপের শিল্পীরা বাদ্যযন্ত্রের রীডের কাজ কাজে লাগিয়ে অর্গ্যান , হার্মনিকা ও অ্যাকোর্ডিয়নসহ নানা পাশ্চাত্য বাদ্যযন্ত্র তৈরি করেছেন । সুতরাং সেন নামে চীনের প্রাচীন বাদ্যযন্ত্র বিশ্বের বাদ্যযন্ত্র উন্নয়নের ক্ষেত্রে একটি উজ্জ্বল অধ্যায়ের সূচনা করেছে । আপনারা এতক্ষণ যে সংগীত শুনেছেন , তাতে চীনের দক্ষিণ সমুদ্রের সুন্দর ও সম্পদে সমৃদ্ধশালী সিসা দ্বীপপুঞ্জ ও প্রচুর মত্স্য ধরার জন্য জেলেদের আবেগ ও উদ্দীপনা ফুটে উঠেছে ।

    সেন বাদ্যযন্ত্রের কাঠামো একটু জটিল । তা তৈরি করার জন্য সাধারণতঃ কাঠ ও বাঁশের নল ব্যবহার করা হতো । দশ বারোটি বাঁশের নল দিয়ে সেন তৈরি করা হতো । পরে সংগীতের সুর আরো সুন্দর করে দেয়ার জন্য বাঁশ ও কাঠের খাগড়ার পরিবর্তে তামাও ব্যবহার করা হয়েছে । এর সংগে সংগে বাদ্যযন্ত্রের রীড তৈরির জন্য বাঁশের পরিবর্তে তামাও ব্যবহার করা হচ্ছে । এতক্ষণ আপনারা যা শুনেছেন , তা তামার সেন দিয়ে বাজানো একটি সংগীত । সংগীতে উত্তর চীনের অন্তর্মঙ্গোলিয়ার একটি লোক সংগীতের সুর ব্যবহার করা হয়েছে । এতে বিস্তীর্ণ তৃণভূমির বিশাল ও সৌন্দর্যময় পরিবেশ তুলে ধরা হয়েছে ।

    সেন নামে চীনের প্রাচীন বাদ্যযন্ত্রের প্রচলন সুদীর্ঘকালীন । চীনের বিভিন্ন অঞ্চলে ভিন্ন ধরনের সেন বাদ্যযন্ত্র প্রচলিত । ওটা খুবই জনপ্রিয় হয়ে ওঠেছে । নয়া চীন প্রতিষ্ঠিত হওয়ার পর চীনের সংগীত শিল্পীরা সেন বাদ্যযন্ত্র সংস্কারের ব্যাপারে অনেক চেষ্টা করেছেন । সেন বাদ্যযন্ত্রের শব্দ আরো বড় করে তোলার জন্য তারা নতুন ধরনের সেন তৈরি করেছেন । ফলে সেন বাদ্যযন্ত্রের সুর আগের চেয়ে আরো চড়া , পরিষ্কার এবং স্বচ্ছ হয়ে উঠেছে । এখন সেন দিয়ে বাজানো নানা ধরনের সংগীতের সুর আগের চেয়ে আরো বেশি ভাল লেগেছে । সেন সংস্কার কাজ চালানোর ফলে বাদ্যযন্ত্রের উন্নয়নের ব্যাপারে আরো বেশি প্রাণশক্তি যুগিয়েছে ।

    সেন বাদ্যযন্ত্র চীনের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের মধ্যে এমন একটি বাদ্যযন্ত্র , যে বাদ্যযন্ত্র সংগীত বাজানোর সময় বাদক দলের অন্যান্য বাদ্যযন্ত্রের সঙ্গে খুবই সংগতিপূর্ণ । সেনের মাধ্যমে খুবই সফট্ ভয়েস বাজানো যায় । এর ফলে বাদক দলের সংগীত বাজানোর কার্যকরীতা আরো স্ফুর্তিপূর্ণ হয়ে উঠেছে । এতক্ষণ আপনারা যা শুনেছেন , তা চীনের রূপকথা অনুযায়ী ফিনিক্স পাখীর নানা রকম সুন্দর ভাবমূর্তি ও ঢঙ আরো জীবন্ত হয়ে উঠেছে ।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040