Web bengali.cri.cn   
চীনের প্রাচীনকালের সাহিত্যকর্ম-মিং রাজবংশের ছোট গল্পসংগ্রহ রচনা
  2009-10-19 21:04:19  cri
    চীনের প্রাচীনকালের মিং ও ছিং রাজবংশ আমলে চীনের প্রাচীন সাহিত্যকর্ম ব্যাপকভাবে বিকাশ লাভ করতো । সে আমলে চীনের বিপুল সংখ্যক শ্রেষ্ঠ উপন্যাস ও অন্যান্য ধরনের সাহিত্যকর্ম খুব প্রচলিত ছিল । আজ এ অনুষ্ঠানে চীনের কয়েকটি বিখ্যাত উপন্যাস সম্পর্কে কিছু জানাচ্ছি ।

    চীনের প্রাচীন সাহিত্যকর্ম ক্ষেত্রে সমাজ ও মানুষের জীবনের শিক্ষা ও পরামর্শ হিসেবে পাঁচটি উপন্যাস খুবই সুবিদিত । এ ৫টি উপন্যাস চীনের মিং রাজবংশের লেখক ফুং মেং লুং ও লিন মেং ছু রচনা করেছেন ।

    মিং ও ছিং রাজবংশের আগে চীনের সুং ও ইউয়ান রাজবংশ ছিল । তখন গল্প ও উপন্যাস প্রচলিত ছিল লোক শিল্পীদের মৌখিকভাবে পরিবেশনের ওপর নির্ভর হতো । এ ধরনের পরিবেশনকে বলা হয় গল্প বর্ণনা । মিং রাজবংশ আমলের শেষ দিকে দীর্ঘ উপন্যাস জনপ্রিয় করে তোলার ফলে গল্প কথাবার্তার পরিবর্তে লিখিত উপন্যাস রচনা করা হতো । ফলে সুং ও ইউয়ান আমলে যে সব গল্প মৌখিকভাবে প্রচলিত হতো , সে সব গল্পও লিখিত সাহিত্যকর্মে পরিণত হয়েছে । এটাকেও বলা হয় জনপ্রিয় গল্প । সুং ও ইউয়ান রাজবংশ আমলের পুরানো উপন্যাস সংগ্রহ ও রচনার মাধ্যমে চীনের প্রাচীনকালের ছোট গল্প রচনা সম্পর্কিত উল্লেখযোগ্য সাফল্য তুলে ধরা হয়েছে ।

    চীনের প্রাচীনকালের উপন্যাসের খ্যাতনামা লেখক ফুং মেং লুংয়ের জন্ম মিং রাজবংশের শেষ দিক থেকে ছিং রাজবংশ আমল পর্যন্ত সময়ের মধ্যে । তিনি জীবনে তিনটি উপন্যাস রচনা করেন । সে আমলে যুদ্ধ চলছিল এবং মহা বিশৃঙ্খলা বিরাজমান ছিল । বহিরাগত আক্রমণকারীদের হামলা প্রতিরোধ করার জন্য তিনি এক দিকে প্রচার করতেন , অন্য দিকে তিনি লোক সাহিত্য ও উপন্যাস সংগ্রহ ও রচনার কাজ করতেন । তিনি উপন্যাস রচনার মাধ্যমে জনগণের সংগ্রামী মনোবল জাগিয়ে তোলার চেষ্টা করতেন ।

    মিং রাজবংশের উপন্যাসে বিভিন্ন ক্ষেত্রের বিষয়বস্তু অন্তর্ভুক্ত ছিল । এতে নানা দিক থেকে তখনকার নাগরিকদের জীবনধারা ও ভাবমূর্তি রূপ পেয়েছে । এ সব উপন্যাসের বিষয়বস্তু পূর্ণাঙ্গ এবং মানুষের চরিত্র স্ফুর্তিপূর্ণ । এতে জনসাধারণের প্রতি সামন্ততান্ত্রিক শাসনকর্তাদের অত্যাচার ও নির্যাতনের নিন্দা করা হয়েছে এবং বন্ধুত্ব ও ভালবাসার প্রশংসা করা হয়েছে । এতে সাধারণ মানুষের প্রকৃত জীবনধারা ফুটে উঠেছে । এ সব সাহিত্যকর্মে মানুষের মায়া-মমতা ও মনুষ্যত্বের মূল্যের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে ।

    চীনের সাহিত্য ইতিহাসে এ সব সাহিত্যকর্ম মিং রাজবংশের উপন্যাস রচনার কাজ ত্বরান্বিত করেছে । ফলে তখনকার ছোট গল্প রচনার কাজ ব্যাপকভাবে বিকাশ লাভ করে ।

    মিং রাজবংশের শেষ দিকে ফুং মেং লুং নামে অন্য একজন লেখকও দুটো উপন্যাস রচনা করেন । তার উপন্যাসে তখনকার সমাজ পরিবেশ , চীনের সমাজের পুঁজিবাদের সূচনা এবং জনসাধারণের ভালবাসা মর্যাদা পাওয়ার ইচ্ছা ফুটে উঠে ।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040