Web bengali.cri.cn   
চীনের প্রাচীনকালের বাদ্যযন্ত্র-মো ইয়ে
  2009-10-16 15:42:05  cri

 দক্ষিণ-পশ্চিম চীনে অবস্থিত চীনের সংখ্যালঘু জাতি অধ্যুষিত অঞ্চলে মো ইয়ে নামে এক ধরনের প্রাচীনকালের বাদ্যযন্ত্র খুবই প্রচলিত । এ ধরনের বাদ্যযন্ত্র আসলে গাছের পাতা দিয়ে তৈরি করা হয় । চীনের আদিম সমাজে চীনা জাতির পূর্বপুরুষরা গাছের পাতা দিয়ে পাখির শব্দ তৈরি শিখে শিকার করতো । পরে এ উপায়ে এক ধরনের বাদ্যযন্ত্র তৈরি করা হতো । ফলে মানুষের গান গাওয়ার পাশাপাশি এ ধরনের বাদ্যযন্ত্র দিয়ে সংগীত বাজানো হতো । গত কয়েক হাজার বছর ধরে দক্ষিণ পশ্চিম চীনের সংখ্যালঘু জাতির মধ্যে মো ইয়ে বাদ্যযন্ত্র বাজানোর ঐতিহ্য বজায় রয়েছে । ৬১৮ থেকে ৯০৭ খ্রীষ্টাব্দে চীনের থাং রাজবংশ আমলে এ ধরনের বাদ্যযন্ত্র বিষয়ক লেখালেখি ইতিহাস বইপুস্তকে রয়েছে । তখন থেকে চীনের সংখ্যালঘু জাতির মো ইয়ে বাদ্যযন্ত্র দিয়ে সংগীত বাজানো সম্পর্কিত তথ্য আনুষ্ঠানিকভাবে পাওয়া যায় । পরে চীনের প্রত্নতত্ত্ববিদরা দক্ষিণ পশ্চিম চীনের একটি প্রাচীন সমাধিস্থল থেকে মো ইয়ে বাদ্যযন্ত্র বাজানোর একজন শিল্পী সম্পর্কিত ভাস্কর্য উদ্ধার করেন । এ সব পুরাকীর্তি থেকে বোঝা যায় মো ইয়ে বাদ্যযন্ত্র যেমন জনসাধারণ , তেমনি রাজবংশের বাদক দলের মধ্যে প্রচলিত ছিল ।

মো ইয়ে বাদ্যযন্ত্র বাজানো হয় বাদকের মুখের হাওয়ার স্পন্দনের সাহায্যে । মুখের হাওয়ার স্পন্দনের মাধ্যমে সংগীতের সুর বাজানো যায় । সুরের পরিবর্তনের জন্য মো ইয়ে বাদ্যযন্ত্র বাজানোর উপায়ও পরিবর্তন করা যায় । মাঝে মাঝে হাতের আঙ্গুল পরিবর্তনের মাধ্যমে নানা রকম সুরও বাজানো যায় । মো ইয়ে বাদ্য যন্ত্র তৈরির জন্য গাছের উন্নত মানের পাতা বাছাই করা দরকার । শক্ত নয় কচি নয় এমন উপযোগী পাতা বাছাই করলেই চলে । পাতা কচি হলে শব্দ স্পষ্ট হবে না । শক্ত পাতা দিয়ে তৈরি বাদ্যযন্ত্রের সুর সুন্দর হবে না ।

বর্তমান যুগে মো ইয়ে বাদ্যযন্ত্র তৈরির সামগ্রীর ব্যাপারেও ব্যাপক সংস্কার করা হয়েছে । যে সব শিল্পী নদীর ধারে বাস করেন , তাদের মো ইয়ে বাদ্যযন্ত্র তৈরির জন্য গাছের পাতার পরিবর্তে মাছের শল্ক ব্যবহার করা হয় । কেউ কেউ গাছের পাতার মতো ফিল্ম কেটে মো ইয়ে বাদ্যযন্ত্র তৈরি করে। ইউনান প্রদেশের পাই জাতির সুরকার চাও হুয়াই লি গাছের পাতার পরিবর্তে স্বচ্ছ প্ল্যাস্টিক দিয়ে মো ইয়ে বাদ্য যন্ত্র তৈরি করেছেন । এ সব মো ইয়ে বাদ্য যন্ত্র ঐতিহ্যবাহী মো ইয়ে বাদ্য যন্ত্র নয় । কিন্তু সুর বাজানোর ব্যাপারে ঐতিহ্যবাহী মো ইয়ে বাদ্যযন্ত্রের চেয়ে তা আরো চমত্কার । নতুন ধরনের মো ইয়ে বাদ্যযন্ত্র ব্যবহারের আয়ুও পুরানো মো ইয়ে বাদ্যযন্ত্রের চেয়ে বেশি ।

মো ইয়ে বাদ্যযন্ত্র দক্ষিণ পশ্চিম চীনের সংখ্যালঘু জাতির তরুণ-তরুণীদের ভালবাসা ও জীবনযাপনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে । সন্ধ্যায় পাহাড়ী গ্রামের আশেপাশে মো ইয়ে বাদ্যযন্ত্র দিয়ে বাজানো সংগীতের সুর শোনা যায় । মেয়েরা মো ইয়ে বাদ্যযন্ত্রের বাজানো সংগীতের সুর অনুযায়ী যার যার প্রেমিককে অনুসন্ধান করতে পারে ।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040