|
'বাবা'র আশীর্বাদ'গানের কথা এমন :
বাবা'র আশীর্বাদ
ঘুমাও,ঘুমাও ভালকরে আমার ছোট্ট শিশু
সুন্দর ও মনোহরী শিশু
গাছের পাতা শান্ত
শিশু ভাল ভাবে ঘুমাও
পাই তো পাহাড়ের চূড়ায় একটি তারা
মিটি মিটি জ্বলছে
এ তারা সার্বক্ষনিক তোমাকে পাহারা দিচ্ছে
তুমি যখন স্বপ্নের রাজ্যে উড়ে বেড়াও সংগী হিসেবে থাকে সে
উড়ো,উড়ো ভাল করে আমার ছোট্ট শিশু
সুন্দর ও মনোহরী শিশু
চাঁদ ডুবে গেছে, সূর্য আবার উদয় হচ্ছে
সূর্য কিরণ দেয় যখন তুমি মহাশূন্যে উড়ে বেড়াও
তাড়াতাড়ি বড় হয়ে ওঠো ছোট্ট শিশু
চিন তা লাই ফুলের মত সুন্দর।
হাসি-আনন্দ তোমাকে আলিঙ্গন করছে
চিরকাল তোমার সংগে থাকবে।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |