|
সি'আন বিশ্ব উদ্যানমেলার আয়োজন স্থল সি'আন শহরের পূর্বাঞ্চলের ছানবা এলাকায় অবস্থিত। চীনের রাজধানী প্রতিষ্ঠার ইতিহাসে সবচেয়ে সুদীর্ঘকালীন ও সবচেয়ে বেশি বার বিভিন্ন রাজবংশের রাজধানী হিসেবে সি'আনের সুউজ্জ্বল ইতিহাস রয়েছে। ছানবা হচ্ছে সি'আনের ছান নদী ও বা নদীর সংযোগ এলাকা; ইতিহাসে তা প্রাচীনকালের প্রধান বন্দর হিসেবে বাশাং অর্থাত্ কুয়াংইউয়ুন থান নামে পরিচিত।
চীনা কমিউনিস্ট পার্টির সি'আন শহর শাখা কমিটির প্রচারসম্পাদক, সি'আন বিশ্ব উদ্যান মেলার প্রশাসনিক কমিটির উপ-পরিচালক ওয়াং জুন সি'আনের পরিচয় তুলে ধরে বলেন, ১০০০ বছর আগে প্রাচীনকালে থাং রাজবংশের সময় ছানবা ছিল এক বিখ্যাত বন্দর; এখানকার প্রাকৃতিক পরিবেশ ছিল অতি সুন্দর এবং চীনের বিভিন্ন অঞ্চল থেকে আগত ব্যবসায়ীরা এখানে মিলিত হতেন।
প্রাচীনকালে এটি ছিল অতি সমৃদ্ধ জায়গা, হান ও থাং রাজবংশের সময় জলপথ পরিবহনের কেন্দ্রীয় অঞ্চল। এখানকার সবচেয়ে সমৃদ্ধিকাল হল থাং রাজবংশের রাজা থাং স্যুয়ান জোং'র আমল। তখন তিনি এখানে একটি বড় আকারের মেলায় সভাপতিত্ব করতেন। বর্তমানের মানদণ্ডে বিচার করলে তা বিশ্বমেলার মতো এবং সেটিই ইতিহাসে লিপিবদ্ধ প্রথম বিশ্বমেলা। রেশম পথের মাধ্যমে ছুয়ানচৌ ও হাংচৌ শহরে বিদেশি পণ্য ও দক্ষিণ চীনের রেশমি দ্রব্য ছানবাতে পরিবহন করা হতো। এছাড়া রেশম পথের মাধ্যমে রোম ও ইরানের পণ্য ছানবাতে পরিবহন করা হতো। হাজার বছর পর সমৃদ্ধ জল ও স্থলবন্দর ধীরে ধীরে বিলুপ্ত হয়েছে। দীর্ঘকালীন বিশৃঙ্খল উন্নয়নের কারণে গত আশির দশকে ছানবা অঞ্চলের নদী দুষিত হয়, নদীর আশপাশ এলাকা নানা ধরনের মানববর্জ্যে পরিপূর্ণ হয় এবং স্থানীয় অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ সম্পর্কে ওয়াং জুন বলেন,
"শহরের অতি দ্রুত উন্নয়নের সঙ্গে সঙ্গে স্থানীয় অঞ্চলের পরিবেশ গুরুতর রকমে ধ্বংস হয়। উত্পাদন শক্তির দ্রুত উন্নয়নে নদীর খাল আবর্জনার ভাগাড়ে পরিণত হয়। সবাই জানে, নদীর মাটিতে বেশিরভাগই বালু ছিল; ছিল পলির অভাব। কোনো উদ্ভিদ চাষ করলে, তার ভাল বৃদ্ধি হতো না। এ কারণে স্থানীয় লোকজন স্থাপত্য নির্মাণ করার জন্য নদীর বালু খনন করতো। ফলে এ অঞ্চলের মাটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।"
৬ বছর আগে সি'আন শহর ছানবা প্রাকৃতিক এলাকা প্রতিষ্ঠা করে। প্রথমে ব্যবস্থাপনা করা, তারপর শহর নির্মাণ করার তত্ত্ব অনুসরণ করে ছানবা অঞ্চলে ব্যাপক ব্যবস্থাপনা কাজ শুরু হয়।
২০০৭ সালের সেপ্টেম্বর মাসে, আন্তর্জাতিক উদ্যান উত্পাদক পরিষদ অর্থাত্ এআইপিএইচ ২০১১ সালের বিশ্ব উদ্যানমেলার আয়োজক হওয়ার জন্য সি'আনের আবেদন অনুমোদন করে। এআইপিএইচ'র চেয়ারম্যান দোয়েক ফেবার বলেন, সি'আন ছানবা প্রাকৃতিক এলাকাকে বিশ্ব উদ্যানমেলার আয়োজন স্থল হিসেবে বাছাই করার কারণ হল এখানকার সুদীর্ঘকালীন ইতিহাস রয়েছে এবং এখানকার পরিবেশ দুষিত হয়েছিল, পানির মান খারাপ হয়ে গিয়েছিল এবং মাটিও বিশৃঙ্খলভাবে ব্যবহার করা হচ্ছিল। এ অঞ্চলের অবস্থা পরিবর্তন করে সুন্দর প্রাকৃতিক পরিবেশ আবার সি'আনের জনগণকে ফিরিয়ে দিতে ছানবা প্রাকৃতিক এলাকার সিদ্ধান্তের জন্যই এআইপিএইচ'র সকল সদস্য বিমুগ্ধ হন।
ওয়াং জুন আরও বলেন, কুয়াংইউয়ুন নদী প্রশাসন প্রক্রিয়ায় খালের পানি সরবরাহের মাধ্যমে সি'আনের নদীর আয়তন বৃদ্ধি পায় বটে, তবে এর সঙ্গে সঙ্গে নদী কিনারার কিছু জলাভুমিও ডুবে যায়। ভালভাবে প্রাকৃতিক পরিবেশ ও জলাভূমি সংরক্ষণ করার জন্য স্থানীয় সরকার নদীর দুই তীরে স্থাপত্য নির্মাণের ধারণা পরিহার করে। ওয়াং জুন বলেন,
"এভাবে নির্মাণের ভুল শুধরানোর জন্য আমরা একটি কঠিন সিদ্ধান্ত নেই। তা হল নদীর এক তীরে ভবন নির্মাণ করা এবং অন্য তীরে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করা। আসলে এ খালের মধ্য দিয়ে পানি সরবরাহ করার পর খালের দুই তীরের জমি খুবই দামি হয়ে ওঠে। শুধু এক তীরে ভবন নির্মাণ করায় অর্থনৈতিক স্বার্থ অনেক কমে যায় বটে, তবে এ পর্যন্ত আবার দেখি এখানকার সামাজিক, প্রাকৃতিক ও অর্থনৈতিক স্বার্থ সব ক্ষেত্রে বৃহত্তম পুরস্কার পেয়েছে।"
কয়েক বছর ধরে কুয়াংইউয়ুন নদীর সংস্কারকারীরা বিভিন্ন ব্যবস্থা নিয়ে ছানবা নদীর কাছাকাছি প্রাকৃতিক পরিবেশ পরিবর্তন করেছে। ফলে এ নদীর মধ্যে ছোট দ্বীপসহ সুন্দর দৃশ্য দেখা যায়।
কুয়াংইউয়ুন নদীর পাশ্ববর্তী একজন অধিবাসী স্পষ্ট প্রাকৃতিক পরিবেশের উন্নয়ন উপভোগ করে বলেন,
"আমার বাসা এর কাছে। আগে এখানকার পরিবেশ খুবই নোংরা ছিল। এখন অনেক পরিবর্তিত ও উন্নত হয়েছে।"
জানা গেছে, ছানবা প্রাকৃতিক এলাকার পরিকল্পনা অনুযায়ী নতুন ছানবা এলাকায় পানির আয়তন ২০ হাজার একর এবং জনসাধারণের সবুজমেখলার আয়তন ১ কোটি ৯৫ লাখ ১১ হাজার বর্গকিলোমিটার। ব্যাপক পানি ও সবুজমেখলার প্রাকৃতিক পরিবেশ প্রতি বছর ৩৭০০ টন কার্বন ডাই-অক্সাইড ও ৪৪০০ টন ধূলা গ্রহণ এবং ২৬০০ টন অক্সিজেন উত্পাদন করে। এটা সি'আন শহরের আসল প্রাকৃতিক এলাকা ও গুরুত্বপূর্ণ 'সবুজ ফুসফুসে' পরিণত হয় এবং সুন্দর প্রাকৃতিক পরিবেশ, মানুষ ও প্রকৃতির সুষম সহাবস্থানের নতুন এলাকায় রূপান্তরিত হয়। ওয়াং জুন আরও বলেন,
"এটা হচ্ছে আর্থ-বাণিজ্যিক এলাকা। বহুতল ভবন অল্প সময়ের মধ্যে নির্মিত হয়। তবে নদীর অন্য তীরে প্রায় ১০ কিলোমিটার এলাকা হচ্ছে জলাভূমি পার্ক। সেটা স্থানীয় অধিবাসীদের জন্য একটি সুন্দর বেড়ানোর পরিবেশ তৈরি করেছে। তবে আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো এ শহরের জন্য পরিস্কার মাটি রাখা হয়েছে।"
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |