Web bengali.cri.cn   
সি'আন বিশ্বউদ্যান মেলায় পুরনো শহরের প্রাকৃতিক পরিবেশ ও মানুষজনের সুষম সহাবস্থান উপভোগ
  2011-07-05 16:55:42  cri
    ২০১১ সালে সি'আন বিশ্বউদ্যান মেলা এপ্রিল মাসে শুরু হয়েছে। এবারের মেলার প্রতিপাদ্য হল প্রাকৃতিক পরিবেশ ও মানুষজনের ছাং'আন, উদ্ভাবনী প্রকৃতি—শহর ও প্রকৃতির সুষম সহাবস্থান। এর মাধ্যমে মানুষ ও প্রাকৃতিক পরিবেশ, শহর ও প্রাকৃতিক পরিবেশ সুষম সহাবস্থানের নতুন তত্ত্ব ও নতুন উদ্ভাবন প্রতিফলিত হয়েছে। তবে এ প্রতিপাদ্য কীভাবে উত্থাপন ও প্রতিফলন করা হয়েছে? আজকের অনুষ্ঠানে আমরা আপনাদেরকে তা জানিয়ে দেবো।

    সি'আন বিশ্বউদ্যান মেলার চারটি চিহ্নিত স্থাপত্যের অন্যতম ছাং'আন প্যাগোডার আরেকটি নাম হল থিয়ানরেন ছাং'আন প্যাগোডা। তা ৯৯ মিটার উচ্চতায় বিশ্বউদ্যান মেলার সবচেয়ে উঁচু স্থান সিয়াও চোংনানশান পাহাড়ে অবস্থিত। ছাং'আন প্যাগোডা লৌহ অবকাঠামোয় নির্মিত হয়েছে, ছাদ, দোয়াল এবং অন্যান্য অংশ সবই পরিস্কার ও নিরাপদ কাঁচ দিয়ে তৈরী করা হয়েছে। এ প্যাগোডা দেখতে স্ফটিক প্যাগোডার মতো, আধুনিক বৈশিষ্ট্যসম্পন্ন। তবে তার আকার চীনের প্রাচীনকালের সুই ও থাং রাজবংশের কাঠের প্যাগোডার আকার অনুযায়ী ডিজাইন করা হয়েছে। এ কারণে প্রাচীনকালের ঐতিহ্যিক বৈশিষ্ট্যও রয়েছে।

    চীনের প্রকৌশল একাডেমীর একাডেমিশিয়ান, ছাং'আন প্যাগোডার স্থপতি ম্যাডাম চাং চিন ছিউ বলেছেন, মানুষ ও প্রাকৃতিক পরিবেশের সুষম সহাবস্থান হল প্রাচীনকালে চীনের মহাকাশ ও বিশ্বতত্ত্ব সম্পর্কিত এক ধরনের দর্শনশাস্ত্রগত চিন্তাভাবনা। প্রাকৃতিক পরিবেশ ও মানুষের উচিত সুষমভাবে সহাবস্থান করা, ছাং'আন প্যাগোডার পরিচালনায় এ প্রতিপাদ্যের প্রতিফলন ঘটেছে।

    প্রথমে এ প্যাগোডা ছিনলিং পাহাড় ও ওয়েইহো নদীর মাঝখানে অবস্থিত, তার প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মিশে আছে। অন্য ক্ষেত্রে তা মানুষের সঙ্গে সম্পর্কিত। মানুষজন প্যাগোডায় প্রবেশ করার পর প্রাকৃতিক পরিবেশের সঙ্গে নিজেকে মিশিয়ে নিয়ে অনুভবের ভেতর থাকা উচিত।

    ম্যাডাম চাং চিন ছিউ'র কথা'র মতো ছাং'আন প্যাগোডা গোটা উদ্যানের সর্বোচ্চ স্থানে অবস্থিত, তাতে আরোহণ করার পর উদ্যানের নদীর শাখা, সবুজ গাছগুলো ও ফুটে থাকা সুন্দর ফুল সবই দেখা যায়, লোকজন দক্ষিণ চীনের বাগানে প্রবেশ করার মতোই তাতে ভীড় করে। তাছাড়া, ছাং'আন প্যাগোডার দোয়াল নিরাপদ কাঁচ দিয়ে স্থাপিত হওয়ার কারণে প্যাগোডা আরও পরিস্কার ও পরিচ্ছন্ন দেখায়। পর্যটকরা প্যাগোডার ভিতর থেকে উদ্যানের দৃশ্য দেখার সময় যে কোনো দিকে থাকলেও সম্পূর্ণভাবে প্রাকৃতিক পরিবেশের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক উপভোগ করা যায়। প্যাগোডার ভিতরে বড় সাইজের তৈলচিত্র অশ্বথ গাছ থাকার কারণে সবুজ রঙ, প্রাকৃতিক পরিবেশ ও প্রাচীনকালের চীনের সুষম সহাবস্থানের চিন্তাভাবনা ভালভাবে প্রতিফলিত হয়েছে।

    তাহলে আপনারা অবশ্যই জানতে চান এ প্রতিপাদ্য কীভাবে উত্থাপন করা হয়েছে? এর মধ্যে কোনো গল্প আছে কি না? এ সম্পর্কে সি'আন বিশ্বউদ্যান মেলার কার্য নির্বাহী কমিটি'র উপ-পরিচালক ওয়াং জুন বলেছেন, উদ্ভাবনী প্রকৃতি হল প্রাকৃতিক পরিবেশকে সম্মান করা এবং তা নষ্ট না করার ভিত্তিতে প্রাকৃতিক পরিবেশ ব্যবহার ও সংরক্ষণ করা, যাতে তা মানবজাতির জন্য সেবা দিতে যায়। আসলে শুরুতে প্রতিপাদ্য বিষয় শুধু প্রাকৃতিক পরিবেশ ও মানুষজনের ছাং'আন এবং পরে উদ্ভাবনী প্রকৃতি'র ধারণা উত্থাপিত হয়েছে।

    শুরুতে তারা প্রাকৃতিক পরিবেশ ও মানুষজনের ছাং'আনের কথা উল্লেখ করেছে, পরে আমি উদ্ভাবনী প্রকৃতি'র ধারণা দাখিল করেছি। কারণ প্রাকৃতিক পরিবেশ ও মানুষজনের ছাং'আনের কথা শুনে মনে হয় মানুষজনের প্রাকৃতিক পরিবেশের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক নেই। আমাদের সক্রিয়ভাবে এ দু'পক্ষের সম্পর্ক সমন্বয় করা উচিত। কারণ আমরা শহরের নির্মাণ কাজ করছি, এ জন্যে এর মধ্যে ইতিবাচক অগ্রগতির মর্ম থাকা উচিত। উদ্ভাবনী প্রকৃতি'র অর্থ হল মানুষজনের জন্য প্রাকৃতিক পরিবেশের উদ্ভাবন প্রকৃতির সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে।

    উদ্ভাবন ও প্রকৃতির সঙ্গে সঙ্গতিপূর্ণ এ তত্ত্ব উদ্যানের বিভিন্ন জায়গায় দেখা যায়। চারটি চিহ্নিত স্থাপত্যের মধ্যে অন্যতম উদ্ভাবন স্টেডিয়ামে উদ্যানের স্থাপতি'র প্রযুক্তি, উদ্ভিদ ও ফুলের নতুন ধারণা, পরিবেশ সংরক্ষণের নতুন প্রযুক্তি ও কাঁচামাল প্রদর্শন করা হয়। যেমন সবজির কারখানা দীপালোক ও পুষ্টিকর রস ব্যবহার করে সবজিকে কনটেনারের ভিতরে চাষ করা হয়। এ উদ্ভাবনী চিন্তাভাবনা সবজির বাগান পরিবারে হস্তান্তর করা হয়, মানুষজন ফুল পরিচর্চা করার মতো সবজি চাষ করতে সক্ষম, তার পরিবেশ সংরক্ষণের পাশাপাশি কার্যকর বাস্তব মূল্য রয়েছে।

    প্রাকৃতিক স্টেডিয়াম হচ্ছে উদ্যানমেলার উদ্ভিদের সবুজ হাউস, তা প্রধানত বিশ্বের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন আবহাওয়ার শ্রেষ্ঠ উদ্ভিদের ধারণা ও প্রাকৃতিক দৃশ্য প্রদর্শন করা। স্টেডিয়ামে গ্রীষ্মমন্ডলীয় বৃষ্টিজনিত জঙ্গলের উদ্ভিদ প্রদর্শনী এলাকা, ঠাণ্ডা আবহাওয়ার উদ্ভিদ প্রদর্শনী এলাকা এবং শ্রেষ্ঠ উদ্ভিদ প্রদর্শনী এলাকা দেখা যায়। এর মধ্যে কিছু বিজ্ঞান-প্রযুক্তির গবেষণা ও অভ্যর্থনার সমার্থ্যসম্পন্ন সরকারী জায়গা রয়েছে। গোটা স্টেডিয়ামের অর্ধেক অংশ মাটির নিচে চাপা পড়েছে, বাইরের কাঁচামাল কাঁচ, কাঠ ও অল্প পরিমাণের কংক্রিট নিয়ে গঠিত। প্রাকৃতিক স্টেডিয়াম পাহাড়ের আশেপাশে নির্মিত হয়েছে, পাহাড়ের প্রাকৃতিক আকারের সঙ্গে তা ভালভাবে মিশে আছে। এই স্থাপত্য ব্যবহারিক এবং মানুষজনের তার মধ্য দিয়ে প্রকৃতিকে সম্মান ও ব্যবহার করার তত্ত্ব ভালভাবে প্রতিফলিত হয়েছে।

    সি'আন বিশ্ব উদ্যানমেলার লোগো হল ছাং'আন ফুল, তা প্রাচীনকালের দর্শনশাস্ত্র তাওতেচিং থেকে সৃষ্ট। তাতে ফুলের পাঁপড়ি সংস্কৃতি, দায়িত্ব, সি'আন শহরের প্রাচীনকালের দোয়াল, প্রাকৃতিক পরিবেশের স্বর্ণ, কাঠ, পানি, আগুণ ও মাটির চিহ্ন প্রতিফলিত হয়েছে। এ লোগোর মাধ্যমে মানুষ, শহর, প্রকৃতি ও মহাশুন্যের সুষম সহাবস্থানও প্রতিফলিত হয়েছে।

    স্থাপত্য উদ্যানমেলার পরিচালনা ও প্রদর্শনী এলাকার বিষয় ছাড়াও বিশ্বউদ্যান মেলার শিরোনাম এ অনুষ্ঠানের নির্দেশনা তত্ত্ব ও চিন্তার সাথে মিশে আছে। ওয়াং জুন আরও বলেন,

    এবারের বিশ্বউদ্যান মেলায় সম্পূর্ণভাবে আমাদের প্রতিপাদ্য প্রতিফলিত হয়েছে, এর মধ্যে রয়েছে আমাদের স্থাপত্যের কাঁচামাল, আমাদের নির্দেশনা তত্ত্ব ও আমাদের পরিবেশ সংরক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান।

    প্রাকৃতিক পরিবেশ ও মানুষজনের ছাং'আন, উদ্ভাবনী প্রকৃতি—শহর ও প্রাকৃতিক পরিবেশের সুষম সহাবস্থানের প্রতিপাদ্য মানুষ ও প্রকৃতি, শহর ও প্রকৃতির সুষম সহাবস্থানের নতুন তত্ত্ব ও উদ্ভাবন তুলে ধরার পাশাপাশি বিশ্বকে মানুষজনের, শহর, উদ্যান ও প্রকৃতির সুষম সহাবস্থানের এক নতুন পদ্ধতি অনুসন্ধানের কাজ প্রতিফলিত হয়েছে।

    (সুবর্ণা)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040