Web bengali.cri.cn   
নিংশিয়ার চীনা হলুদ নদী ফোরাম
  2011-05-24 16:23:54  cri
চীনের তৃতীয় নিংশিয়া অর্থাত্ আন্তর্জাতিক সংস্কৃতি, শিল্প ও পর্যটন মেলার 'মাতৃনদীকে ধন্যবাদ জানানো' অনুষ্ঠান সম্প্রতি হলুদ নদীর ছিংথোংসিয়া শহরের চিনশাওয়ান তীরে সদ্যপ্রতিষ্ঠিত চীনা হলুদ নদী ফোরামে জাঁকজমকপূর্ণভাবে আয়োজিত হয়। দশ-বার হাজার চীনা, প্রবাসী চীনা ও চীনা বংশোদ্ভূত বিভিন্ন দেশের মানুষ মাতৃনদীর তীরে মিলিত হয়ে সুদীর্ঘকালের চীনা সংস্কৃতির গুণকীর্তন করেন এবং হাজার বছর ধরে লালন-পালনের জন্য হলুদ নদীকে ধন্যবাদ জানান। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে হলুদ নদীর তীরে বৈশিষ্ট্যময় স্থাপত্যগুলো অর্থাত্ চীনা হলুদ নদী ফোরামে নিয়ে যাবো।

চীনা হলুদ নদী ফোরামের আগেই হলুদ নদী; ইনছুয়ান শহর থেকে এটা ৮০ কিলোমিটার দূরে। জমকালো হলুদ নদী দক্ষিণ দিক থেকে উত্তর পর্যন্ত ইংরেজি 'এস' বর্ণ আকৃতির উপ-সাগরের মধ্য দিয়ে ছিংথোংসিয়া গিরিখাতে প্রবেশ করেছে। গিরিখাতের প্রবেশদ্বারের পশ্চিম দিকের পাহাড় ঝিক ঝিক হলুদ বালুতে ঢাকা। 'চিন শা ওয়ান' অভিধা পেয়েছে এই জায়গাটা। চিন শা ওয়ানের পশ্চিম তীরে গত বছরের মে মাসে নতুন করে নির্মাণ কাজ শুরু হয় চীনা হলুদ নদী ফোরামের। হলুদ নদী ফোরামে দাঁড়িয়ে নিচের দিকে তাকালে চোখের সামনে হলুদ নদী ও তলদেশস্থলকে ঠিক একটি চূড়ান্ত ও অষ্ট ট্রাইগ্রামের ছবির মতো মনে হয়।

"শ্রোতাবন্ধুরা, আমি সাংবাদদাতা ইয়াও তান। এখন আমি চীনা হলুদ নদী ফোরামের প্রবেশদ্বারের মহাচত্ত্বর অঞ্চল—লোংফেং মহাচত্ত্বরে দাঁড়িয়ে আছি। প্রধান প্রবেশদ্বার অঞ্চলেই রয়েছে উঁচু ও বিরোচিত চীনা হলুদ নদী ফোরামে স্মৃতিখিলান। ব্রোঞ্জের স্মৃতিখিলানের দুপাশে ব্রোঞ্জের গরু স্থাপিত। চীনে প্রাচীনকালে কাঠ স্মৃতিখিলান এবং পাথর স্মৃতিখিলান ছিল। কিন্তু ব্রোঞ্জ স্মৃতিখিলান চীনের ইতিহাসে এই প্রথম।"

চীনা হলুদ নদী ফোরামের স্মৃতিখিলান ছাড়া হান জাতি, সিসিয়া ও হুই জাতির স্থাপত্য স্টাইলের তিনটি উঁচু ও ভাবগম্ভীর ব্রোঞ্জ স্মৃতিখিলান রয়েছে। তা ঠিক ৩টি প্রবন্ধের মুখবন্ধের মতো চীনা হলুদ নদী ফোরামের কেন্দ্রীয় অঞ্চলের সি এন ফাং, লি এন ফাং এবং কান এন ফাংয়ের অভ্যন্তরীণ পুষ্পময়তা খুলে দিয়েছে। চীনা হলুদ নদী ফোরামের প্রধান ডিজাইনার ফেং ছিনতুও বলেন,

"নিংসিয়া হুই জাতি স্বায়ত্তশাসিত অঞ্চলে অবস্থিত হওয়ার কারণে ইসলামি প্রতীক-চিহ্ন ব্যবহার করা হয়েছে এখানরা স্থাপত্যে। সিনচিয়াংয়ে হলে আমি উইগুর জাতির প্রতীক-চিহ্ন ব্যবহার করতাম। ইয়ুননানে হলে ব্যবহার করতাম মিয়াও জাতির প্রতীক-চিহ্ন। প্রথমত, এর ভৌগোলিক উপাদান রয়েছে। দ্বিতীয়ত, এর আরো বড় অর্থ হলো জাতির প্রতীক-চিহ্ন। চীন হচ্ছে ৫৬টি জাতির দেশ। এটা সকল জাতির। হলুদ নদী ফোরামের প্রত্যেক শিল্পকর্ম, প্রত্যেক প্রতীক-চিহ্ন হচ্ছে খুবই সুক্ষ্ম।"

ফেং ছিনতুও'র নির্দেশে আমরা পাথর পথ বরাবর যাচ্ছি। চীনের গভীর ঐতিহ্যবাহী সাংস্কৃতিক আমেজ চোখের সামনে ভেসে উঠছে। চীনা হলুদ নদী ফোরাম পরিদর্শন করা যেন একটা হলুদ নদী সংস্কৃতির মোটা বিশ্বকোষ পড়া। এক একটা হলুদ নদী সংস্কৃতির বৈশিষ্ট্যময় স্থাপত্য প্রতীকও চোখের সামনে ভেসে ওঠে।

হলুদ নদী ফোরামে ব্রোঞ্জের ১০৮টি শৈল্পিক প্রতিযোগিতামূলক বস্তু তৈরি করা হয়েছে। চীনের দীর্ঘ ইতিহাসের পরও এটি শিল্পকর্মগুলো বিভিন্ন দিক থেকে নতুন হলুদ নদী সংস্কৃতির থেকে উত্সারিত। চীনা হলুদ নদী ফোরামের প্রধান ডিজাইনার ফেং ছিনতুও বলেন,

"পুরো হলুদ নদী ফোরামের ৫টি লাইন বা দিক আছে। প্রথমত, যজ্ঞ সংস্কৃতি। দ্বিতীয়ত, চীনা সংস্কৃতি। তৃতীয়ত, ব্রোঞ্জ জিনিসপত্র শিল্প। চতুর্থত, রাজকীয় শ্রদ্ধা নিবেদন সমাধি এবং পঞ্চমত, চীনা গণনা।"

হলুদ নদী ফোরাম হচ্ছে সারা দর্শনীয় স্থানের প্রধান স্থাপত্য। ডিজাইনে নিচের ফোরাম সমচতুর্ভুজ এবং উপরের ফোরাম অষ্টভূজ আকৃতির করা হয়েছে, যাতে চীনের ঐতিহ্যবাহী হলুদ নদী সংস্কৃতির 'অর্ধগোলাকার গম্বুজের' ধারণার সঙ্গে তা খাপ খায়।

হলুদ নদী ফোরামের উপরে হচ্ছে 'হলুদ নদী টিপাই'। চীনা হলুদ নদী ফোরাম দর্শনীয় স্থানে আরেকটি অদ্বিতীয় স্থাপত্য আছে। সেটা হলো প্রতিপাদ্য সাংস্কৃতিক স্থাপত্য—থিয়ান ছি তি খুই গে। সেটা ইট ও কাঠের কাঠামো। স্থাপত্যের স্টাইল পেইচিং স্বর্গ মন্দির অবস্থিত ভালো ফসলের জন্য প্রার্থনা হল অর্থাত ছিনিয়ান হল এবং উহান শহরের হুয়াংহোলৌ'র মতো। সারা স্থাপত্যের মোট তিন তলা আছে। নীল, হলুদ ও সবুজ যথাক্রমে আকাশ, হলুদ নদী ও দিগন্তের প্রতীক।

চীনা হলুদ নদীর অস্বাভাবিক রকমের বিস্ময়কর ধারণা, অতিসূক্ষ ও সুন্দর প্রযুক্তি, বিরোচিত বহিরাঙ্গণ এবং সমৃদ্ধ অভ্যন্তরীণ অর্থ শুধু নিংসিয়ায় নয়, বরং সারা চীনে প্রথম পর্যায়ের। হলুদ নদী ফোরাম দর্শনীয় স্থানের প্রত্যেক ভাস্কর্য, প্রত্যেক ছাঁচ এবং প্রত্যেক স্থাপত্য পর্যায়ক্রমিক গবেষণা ও পরীক্ষার মধ্য দিয়ে তৈরি করা হয়েছে। এমনকি প্রতিটি সেতু, প্রতিটি পথ এবং প্রতিটি পদক্ষেপও অন্য ধরনের দীর্ঘস্থায়ী সৌন্দর্য রয়েছে।

যদি হলুদ নদীকে মাতা হিসেবে উপমা করা হয়, তাহলে তার লালিত-পালিত ৯টি প্রদেশ ও অঞ্চলের মধ্যে নিংসিয়া হচ্ছে তার সবচেয়ে প্রিয় সন্তান। নিংসিয়া হলুদ নদীর বাঁক অঞ্চলের পশ্চিমে অবস্থিত। সেখানে পানিজালিকা ঘনিষ্ঠ এবং সেখানে নিংসিয়া সমভূমি গড়ে উঠেছে। হলুদ নদীর পানি সেখানকার শিল্প ও কৃষি উত্পাদনের জন্য অতিরিক্ত ভালো পরিবেশ সৃষ্টি করেছে। সেখানকার ফসল ও পণ্যদ্রব্য সমৃদ্ধ; জনগণের পর্যাপ্ত আহার-পরিধানের ব্যবস্থা হয় সেখানে। আর সেখানকার সমাজও সম্প্রীতিময় ও নিরাপদ। চীনা হলুদ নদী ফোরামের পাথর পদক্ষেপে দূরে তাকালে মনে হয় উঁচু স্থাপত্য এবং সত্যিকারের ভাস্কর্য নিঃশব্দে নির্মাতাদের কঠোর পরিশ্রম লিপিবদ্ধ করছে। এছাড়া চীনা জনগণ এবং প্রবাসী চীনা ও চীনা বংশোদ্ভূত মানুষদের দেশপ্রেমের মনোভাব চূড়ান্তভাবে হলুদ নদী ফোরামের প্রত্যেকটি ইট ও টালিতে মিশে আছে। নিংসিয়া হুই জাতি স্বায়ত্তশাসিত অঞ্চলের পার্টি সম্পাদক চাং ই 'মাতৃনদীকে ধন্যবাদ জানানো' অনুষ্ঠানে গভীর আবেগের সঙ্গে বলেন,

"হলুদ নদী হচ্ছে চীনা সংস্কৃতির জন্মস্থল এবং চীনা জনগণের মাতৃনদী। বিরোচিত হলুদ নদী চীনা জাতি, চীনা সংস্কৃতি এবং হলুদ নদী সংস্কৃতি লালন-পালন করেছে। হাজার বছর ধরে হলুদ নদী নিংসিয়া সমভূমিকে আর্দ্রতা দিয়েছে। এর ফলে সে ভূমি হয়ে উঠেছে উর্বর; দুধ ও মধুর ভূমি। হলুদ নদী নিংসিয়া ত্যাগ না করে যাওয়া জীবনের নদী। নিংসিয়ার হুই ও হানসহ বিভিন্ন জাতির মানুষ হলুদ নদীর কারণে বেঁচে থাকেন; হলুদ নদীর কারণে উন্নয়ন হয় তাদের। স্বর্গের নিচে হলুদ নদী নিংসিয়াকে সমৃদ্ধ করে। একথাটাই সত্যিকারভাবে প্রতিফলিত হয়েছে নিংসিয়ায় হলুদ নদীর অকৃপণ বদান্যতায়। আজ আমাদের 'মাতৃনদীকে ধন্যবাদ জানানো' অনুষ্ঠানে মাতৃনদীর প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তার প্রশংসা ও তাকে ধন্যবাদ জানানো যায়।"

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040