Web bengali.cri.cn   
উ সি'র প্রাচীন খাল
  2011-05-17 10:47:38  cri

উ সি শহর চীনের পূর্বাঞ্চলে অবস্থিত। এর উত্তরে ইয়াংসি নদী এবং দক্ষিণে থাইহু হ্রদে। সুন্দর এ শহরটির হাজার বছরের ইতিহাস রয়েছে এবং এটি চীনের ১০টি পর্যটন ও দর্শনীয় শহরের মধ্যে অন্যতম। প্রাচীন চীনে ইতিহাসের দীর্ঘতম রাজ্য-উ রাজ্য এখানেই প্রতিষ্ঠিত হয়, প্রায় ৩,১০০ বছর আগে। সে সময় থেকে উ সি দক্ষিণ চীনের রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামরিক কেন্দ্রে পরিণত হয়। কালক্রমে এখানে উজ্জ্বল ও বৈশিষ্ট্যময় 'উ সংস্কৃতি' গড়ে ওঠে এবং দক্ষিণ চীন সংস্কৃতির কেন্দ্রে পরিণত হয়।

উ সংস্কৃতির প্রচারণা ও উন্নয়নে ২০০৬ সাল থেকে উ সি প্রতি বছর 'উ সংস্কৃতি উত্সবের' আয়োজন করে। সে অনুষ্ঠানের মাধ্যমে সাংস্কৃতিক বিস্তারিত তথ্য ও শহরের প্রকৃতি তুলে ধরা হয়। এ বছরের 'উ সংস্কৃতি উত্সব' ১০ থেকে ১৬ এপ্রিল অনুষ্ঠিত হয়। উ সি অধিবাসীদের বিপুল সমৃদ্ধ সংস্কৃতি-জীবন উঠে এসেছে এবারের উত্সবে। এর মধ্যে ১৫ এপ্রিল 'প্রাচীন খালের রঙিন জাহাজের ভ্রাম্যমাণ পরিবেশনা' হলো এ বছরের উ সংস্কৃতি উত্সবের একটি উজ্জ্বল বিষয়।

উ সি'র প্রাচীন খাল শহরের কেন্দ্রে অবস্থিত। হুয়াংবুতুন থেকে নানছাংছিয়াও পর্যন্ত শহর ঘিরে রাখা এ খাল ১১

কিলোমিটার দীর্ঘ। উ সি প্রাচীন খালের ইতিহাস থেকে শাং রাজবংশের শেষ নাগাদ উত্স সন্ধান করা যায়। ৩ হাজার বছর আগে সেচকাজ ও বন্যার পানি নিষ্কাশনের জন্য চৌথাইওয়াংয়ের বড় ছেলে থাইবো জনগণকে নিয়ে বোতু নদী খনন করেছিলেন। এ নদী ওই সময় পরিবহন ও কৃষি সেচকাজে যেমন, তেমনি সামরিক কাজে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছিল। এ নদী কেবল উ সি'র প্রথম কৃত্রিম নদী নয়; মানবজাতির ইতিহাসেও সর্বপ্রথম কৃত্রিম নদী। ৬১৩ খ্রিস্টাব্দে সুই রাজবংশের সম্রাট ইয়াং পেইচিং থেকে হাংচৌ পর্যন্ত চিংহাং খাল কেটেছিলেন। সেটি দক্ষিণ ও উত্তর পরিবহনের বড় মাধ্যমে পরিণত হয়। উ সি'র বোতু নদীর সঙ্গে সংযুক্ত অংশ থাকার কারণে উ সি চিংহাং বড় খাল ভেতর দিয়ে অতিক্রম করা একমাত্র শহরে পরিণত হয়েছে।

রাতে প্রাচীন খালে রঙিন জাহাজের ভ্রাম্যমাণ অনুষ্ঠান শুরু হয়। এবারের ভ্রাম্যমাণ পরিবেশনা দৃশ্যে প্রাচীন খালের গভীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক উপাদান বেছে নেয়া হয়। এর মধ্যে প্রাচীন খালে গড়ে ওঠা ছোট দ্বীপ হুয়াংবুতুন ও সিশুইতুনকে বলা যায় বিখ্যাত ঐতিহাসিক স্থান ও দৃশ্য। উ সি উদ্যানের সাহিত্যিক ও ঐতিহাসিক শা উ গৌ হুয়াংবুতুনের সাহিত্যসুলভ উদ্ধৃতি দিয়েছেন। তিনি বলেন,

"ইতিহাসে হুয়াংবুতুন ছয় জন বিখ্যাত ব্যক্তিকে অভ্যর্থনা জানিয়েছে। এর মধ্যে তিনজন সম্রাট, সামন্ত সমাজের দুজন প্রধানমন্ত্রী এবং মিং রাজবংশের বিখ্যাত সত্যনিষ্ঠ ও ন্যায়পরায়ণ কর্মকর্তা হাইরুই। সুতরাং উ সি'র অধিবাসীরা জায়গাটা দেখতে পছন্দ করেন।"

 

'তুন' মানে উঁচু স্থল। হুয়াংবুতুন ছিল প্রাচীন খালের একটি ক্ষুদ্র দ্বীপ; আয়তনে মাত্র ২২০ বর্গমিটার। প্রাচীনকাল থেকে এটা প্রাচীন খালের একটি ঐতিহাসিক দৃশ্য।

প্রাচীন খালের তীরে উ সি অধিবাসীরা নদীর তীরে বসবাস করেন। তাঁরা নদীর কারণে এখানে শহর স্থাপন করেন এবং নদীকে জীবনযাপনের প্রধান উপায় হিসেবে দেখেন। কয়েক হাজার বছরের প্রাচীন নদী উ সি'র সুদীর্ঘ ইতিহাস লিপিবদ্ধ করার পাশাপাশি বংশানুক্রমে সাংস্কৃতিক বিষয় সংগ্রহ করেছে। ইতিহাসে প্রাচীন খাল ছিল ব্যবসায়ীদের মিলিত হওয়ার জায়গা। এখানে উ সি'র আধুনিক শিল্প ও বাণিজ্যের জন্ম হয়েছে ও উন্নয়ন ঘটেছে। প্রাচীন খালের সুউচ্চ ঐতিহাসিক ও সাংস্কৃতিক মূল্য থাকার কারণে বর্তমান পর্যটন শিল্পে এর গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে উ সি প্রাচীন খালের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশের সংরক্ষণ পরিকল্পনা করেছে। ছিংমিং সেতু, প্রাচীন হুইশান নগর এবং শহরের চারপাশে দশ-বার কিলোমিটারের সংস্কার কাজের ফলে প্রাচীন খাল তার আদি স্বাদের রীতিনীতি দেখিয়ে দিচ্ছে।

এ বছরের পাঁচদিনব্যাপী রঙিন জাহাজের ভ্রাম্যমাণ পরিবেশনায় ৫০টি বহুবর্ণ ও বিভিন্ন আকারের রঙিন জাহাজ ছিল। জাহাজগুলো যথাক্রমে ৩টি লাইনে প্রদর্শিত হয়। প্রত্যেক বারের ভ্রাম্যমাণ প্রদর্শন ২ বা ৩ ঘন্টা থাকে।

রঙিন জাহাজের ভ্রাম্যমাণ অনুষ্ঠান বহনকারী হিসেবে উ সি শহর রাতে ভ্রাম্যমাণ ও পানিতে ভ্রমণের পরিচিতিমূলক অনুষ্ঠান আরম্ভ করে। এবারের উ সংস্কৃতি উত্সবের নতুন বৈশিষ্ট্যময় প্রকল্প হিসেবে রঙিন জাহাজের ভ্রাম্যমাণ উত্সব উদযাপন অনুষ্ঠানের বিষয় সৃজনশীলতা এবং জনগণের সাংস্কৃতিক জীবনযাপনকে সমৃদ্ধ করার পাশাপাশি আরো গুরুত্বপূর্ণ নির্দিষ্ট কর্ম হচ্ছে সংস্কার ও উন্নয়নের ফলাফল প্রদর্শন এবং নতুন পর্যটন পণ্যের পরিচিতি। ভ্রাম্যমাণ সে রাতে উ সি প্রাচীন খালের তীরে সব সেতু ও স্থাপত্যে শহরবাসী ও পর্যটকরা জড়ো হন।

শাংহাইয়ের পর্যটক ইয়ে ফেইফেই সাংবাদদাতাকে বলেন,

"উ সি শহরের কেন্দ্রে এতো স্বচ্ছ নদী রয়েছে এবং তীরে এতো সুন্দর দৃশ্য রয়েছে, এটা আমার কল্পনার বাইরে ছিল। মনে হয় প্রাচীন কবিতায় বর্ণনার পরিবেশের মতোঃ ছোট সেতু, পানি ও পরিবার।"

শহর ঘিরে থাকা প্রাচীন খালের সৌন্দর্য্যের কথা বলতে চাইলে উসি'র দীর্ঘকালীন অধিবাসি হো লি'র মতামত প্রকাশ করার অধিকার সবচেয়ে বেশি। তিনি বলেন,

"আমি খালের তীরে বড় হয়েছি। বিভিন্ন দশকের পরিবর্তন দেখেছি। তখনকার দৃশ্য যেন ঠিক চোখের সামনে রয়েছে। ৬০ বা ৭০ দশকে এখানে বসবাসকারী অধিবাসীরা নদীতে কাপড় বা শাক-সবজি ধুতেন। বিশেষ করে গ্রীষ্মকালে শিশুরা নদীতে সাঁতা কাটতো।"

আসলে হো লি'র বর্ণনা করা দৃশ্য গত শতাব্দীর ৮০ দশকে আর ছিল না। শিল্প উন্নয়নের কারণে নদীর পানির গুণগত মান খারাপ হয়ে যায়। কালো ও দুর্গন্ধযুক্ত পানিতে সাঁতার কাটা দূরে থাক, জাহাজও এর মধ্য দিয়ে চলার উপযোগী নয়। এবারের প্রাচীন খালের রঙিন জাহাজের ভ্রাম্যমাণ পরিবেশনা প্রকল্পের বাস্তবায়নে উ সি পৌর সরকার প্রাচীন খালের বড় ধরনের প্রাকৃতিক পরিবেশ প্রশাসন ত্যাগ করবে না। গত ৩ বছরে প্রাচীন খালের পরিবেশ উন্নত করার জন্য উ সি শহর ২৮৬ কোটি ইউয়ান ব্যয় করেছে। এছাড়া খালের তীরের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ধ্বংসাবশেষ সংরক্ষণ ও মেরামত করেছে। ফলে খালের তীর অধিবাসীদের বসবাসের পরিবেশ উন্নত হয়েছে। প্রাচীন খালও আবারো দক্ষিণ চীনের পানি গলির সুন্দর দৃশ্য হয়ে উঠেছে।

আপনারা এখন যে গানটি শুনছেন, সেটির শিরোনাম 'প্রাচীন খালের ভালোবাসা'। এটির রচয়িতা শান ছি হচ্ছেন উ সি থেকে উঠে আসা বিশ্ববিখ্যাত পরিকল্পক, সঙ্গীতজ্ঞ ও পরিচালক। চ্যানেল ভি, ফিনিক্স স্যাটেলাইট টিভি চ্যানেল এবং এমটিভি'র জন্য তাঁর তৈরি বেশ কয়েকটি অনুষ্ঠান খুবই জনপ্রিয়। উ সি'র প্রাচীন খালকে নিয়ে তাঁর লেখা 'প্রাচীন খালের ভালোবাসা' তাঁর জন্মস্থানের জনগণের প্রশংসা কুড়িয়েছে। এ গান লেখার প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন,

"অনেক আগে আমি এ গানটি লিখেছি। উ সি ত্যাগ করার পর আমি গানের কথা লিখেছি। জন্মস্থান থেকে দূর থাকার সময় যত দীর্ঘ হয়, তার প্রতি অনুভূতিও তত তীব্র হয়। লেখার সময় গানের শিরোনাম ছিল 'প্রাচীন খালের পানি'। পরে এটি পরিবর্তন করে দেয়া হয় 'প্রাচীন খালের ভালোবাসা'।"

উ সি শহর ঘিরে প্রাচীন খালের পানি আগের স্বচ্ছতা ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে শানছির লেখা 'প্রাচীন খালের ভালোবাসা' এখন শহরবাসীদের মধ্যে জনপ্রিয় হচ্ছে। গানটিতে প্রাচীন খালের পুনরায় প্রাণবন্ত হওয়ার প্রতি মানুষদের গভীর ভালোবাসা রয়েছে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040