Web bengali.cri.cn   
প্রাকৃতিক সান ছিং শান
  2011-01-25 13:42:47  cri
    গত বারের অনুষ্ঠানে আপনাদের নিয়ে গিয়েছিলাম চিয়াংসি প্রদেশের কয়েকটি দর্শনীয় স্থানে। এবার আমরা এক সাথে সে প্রদেশের সান ছিংশানে যাবো। সান ছিংশান সম্পর্কে বিস্তারিতভাবে বলতে চাইলে আমাদেরকে প্রথমে ফিরে যেতে হবে ১ বিলিয়ন বছর আগের সময়পর্বে। সে সময়ে পৃথিবীতে মানবজাতির অস্তিত্ব ছিল না। এবং সান ছিংশানের নামও তখন সান ছিংশান ছিল না। এটি ছিল সমুদ্রের আগ্নেয়গিরি ও এক বিছিন্ন দ্বীপ।

    ৮৫ কোটি বছর আগে নিকটবর্তী দুটো ভৌগোলিক প্লেটের সংঘাতের কারণে সেখানকার ভূমি উপরের দিকে উঠে যায় এবং পরে সেখানকার পানি ধীরে ধীরে নেমে যায়। এরপর দুটো প্লেটের সীমান্তে থাকা আগ্নেয়গিরি দ্বীপ উপরে উঠে আকাবাঁকা পর্বতগুলি গড়ে তোলে। তারপর কোটি কোটি বছরের পরিবর্তন ও ভৌগোলিক বিকাশের মাধ্যমে সান ছিংশান চূড়ান্তভাবে জাকজমকপূর্ণ ও মোহিনী রূপ নিয়ে মানবজাতির সামনে দাঁড়ায়।

    বৈশিষ্ট্যময় ভৌগোলিক কাঠামো ও প্রাকৃতিক দৃশ্যের কারণে ইউনেস্কো ২০০৮ সালে সান ছিংশানকে 'বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্য' তালিকায় অন্তর্ভূক্ত করেছে। সান ছিংশান দর্শনীয় স্থানের প্রশাসন কমিটির উপ-পরিচালক জেং শিয়াওফাং বলেন,

    "সান ছিংশান চিয়াংসি প্রদেশের শাংরাও শহরের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত। বর্তমানে এ অঞ্চলের সংরক্ষণ আয়তন ৭৫৬ বর্গকিলোমিটার। কেন্দ্রীয় অঞ্চলের আয়তন ২২৯.৫ বর্গকিলোমিটার। কোটি কোটি বছরের ভৌগোলিক পরিবর্তনের ইতিহাস থাকার কারণে সান ছিংশানে বিভিন্ন আকারের চূড়া ও পাথর গড়ে উঠেছে।"

    পর্বত দৃশ্যের জন্য খ্যাতি পাওয়া সান ছিংশান বিশ্বের জানা গ্র্যানাইট পাথর টপোগ্র্যাফির মধ্যে সবচেয়ে ঘন। প্রকৃতি সৃষ্ট বিভিন্ন আকারের পাথরের আগে কোন বিশেষ অর্থ ছিল না। কিন্তু মানবজাতির সংস্কৃতিতে এসব একেবারে জীবন্ত মনে হওয়া বিভিন্ন আকারের পাথরচূড়া ও পাথরস্তম্ভেরও জীবন, নাম ও গল্প রয়েছে। সান ছিংশান দর্শনীয় স্থানের প্রশাসন কমিটির প্রচার বিভাগের প্রধান লি হুয়া ব্যাখ্যা করেন, (রি-৩)

    "আপনি এখন যেটা দেখছেন তার একেবারে সামনে দেখলে মনে হয় না যেন একজন টাইয়োস্ট লিউট বাজাচ্ছেন? পিছনে খুব উঁচু ও স্পষ্ট একটি চূড়া, যেটা দেখলে মনে হয় কি কুয়ান ইন সেখানে বসা? পিছন দিকের কুয়ান ইন যেন টাইয়োস্ট লিউট বাজানো শুনছেন। এ আকৃতির কারণে এর নাম 'কুয়ান ইন সঙ্গীত শোনা'। অনেক পথনির্দেশক এ জায়গাটি 'অনেক দেবতা অতিথিকে স্বাগত জানান' নামে ডাকে। এর অর্থ অনেক দেবতা বন্ধুদের আগমনকে স্বাগত জানান।"

    সান ছিংশানের আঁকাবাঁকা পথে চলতে চলতে এক বিলিয়ন বছরের প্রাকৃতিক পরিবর্তনে গড়ে ওঠা বিস্ময়কর ও বিশেষ দৃশ্য দেখে মানুষ প্রকৃতির অদ্ভূত সৃষ্টি এবং মানবজাতির সমৃদ্ধ কল্পনা শক্তি উপলব্ধি করে অবাক হয়ে যাবে। প্রাকৃতিক পাহাড় ও পানি এবং সাংস্কৃতিক ধারণা এখানে নিপুণভাবে সংযুক্ত হয়েছে। এ ধরনের সংযুক্তির কারণে এখানকার আকাশ ও পৃথিবীর পাথরগুলো যেন একেবারে জীবন্ত।

    আসলে সান ছিংশানের সাংস্কৃতিক আমেজ শুধু এসবের মধ্যে নয়। ১ হাজার ৬শ বছরেরও বেশি আগে তাও ধর্ম এ পাহাড়কে খুব পছন্দ করতো। সান ছিংশানের নামও তাও ধর্ম থেকে এসেছে। লি হুয়া ব্যাখ্যা করেন,  

    "কেন এর নাম সান ছিং শান? কারণ এর রয়েছে একটি প্রধান চূড়া - ইয়ুচিং চূড়া - এবং পাশের দুটো চূড়া - ইয়ু স্যুই ও ইয়ু হুয়া চূড়া। তিনটি চূড়ার উচ্চতা প্রায় একই। যেন তাও ধর্মের তিনজন শীর্ষ মনীষী ইয়ুছিং, শাংছিং ও থাইছিং অনেকগুলো পর্বতের উপরে বসে আছেন। এ কারণে এর নাম সান ছিং শান বা সান ছিং পর্বত। নাম থেকে বোঝা যায়, সান ছিংশান একটি তাও ধর্ম অধ্যুষিত পর্বত। এখানে তাও ধর্মের সাংস্কৃতিক ইতিহাস পাওয়া যায় ১ হাজার ৬শ বছরেরও আগে পূর্ব চিন রাজবংশের সময় থেকে। (রি-৫)

    সুদীর্ঘ ভৌগোলিক পরিবর্তনের ইতিহাসে চতুরঙ্গ হিমবাহের সরাসরি আঘাত ও ঢাকা না থাকার কারণে সান ছিংশানে বিপুল সংখ্যাক বিরল প্রজাতি বজায় রয়েছে। ফলে পূর্ব এশিয়ার সবচেয়ে জীববৈচিত্র্য পরিবেশ গড়ে উঠেছে এখানে। পাহাড়ি পথে চললে মাঝেমাঝে বনের লেজঝোলা শিকারি পাখি ফেজন্ট অথবা পথের পাশে ও গাছে লাফালাফি করা ছোট কাঠবেড়ালির দেখা মেলে। সান ছিংশানের চারটি ঋতু ছবির মত সুন্দর। প্রত্যেক ঋতুর রয়েছে ভিন্ন দর্শনীয় বৈশিষ্ট। লি হুয়া বলেন,

    "যেমন বসন্তকালে যথেষ্ট বৃষ্টির কারণে পুরো পাহাড় হয়ে ওঠে সবুজ। এখানে-সেখানে রোডোডেন্দ্রো ফুল ও অন্যান্য ধরনের ফুল সান ছিংশানকে প্রাণবন্ত করে তোলে। গ্রীষ্মকালে এখানকার আবহাওয়া হয় খুবই ঠাণ্ডা। পর্বতের ওপর দিয়ে বাতাস বয়ে যায়। মানুষের খুব আরাম লাগে। শরত্কালে গাছের পাতা ফুলের মতো দেখা যায়। পুরো পাহাড়ের রঙ হয়ে ওঠে খুবই আকর্ষণীয়। শীতকালে শুরু হলে সান ছিশানে অনেক তুষার পড়ে। দূরের হুয়াই ইয়ু চূড়া দেখতে চুমোলাংমা পর্বতের মতো লাগে।"

    মানুষদের পর্বতে ওঠা-নামার যাত্রা কমানোর জন্য দর্শনীয় স্থানের দক্ষিণ ও পূর্ব অঞ্চলে রয়েছে দুটি দড়াপথ। তবে সর্বোচ্চ চ্যালেঞ্জ বা শারীরিক সামর্থ্য পরীক্ষার জন্য আপনারা পাহাড়ি পথে পর্বতে উঠতে পারেন। সান ছিংশান দর্শনীয় স্থানের প্রশাসন কমিটির ভাইস-পরিচলাক জেং শিয়াওফাং বলেন,

    "পর্যটকরা নিজেদের শারীরিক অবস্থা অনুযায়ী ভ্রমণের লাইন বাছাই করতে পারেন। বয়স্করা আমাদের কেন্দ্রীয় দর্শনীয় স্থানের নান ছিং ইউয়ানে বেড়াতে পারেন। কম বয়সী পর্যটকরা পূর্ব ও পশ্চিম উপকূল এবং সান ছিং ফু তি'তে দৃশ্য দর্শন করতে পারেন।"

    সাম্প্রতিক বছরগুলোতে সান ছিংশানের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ জোরদার করার জন্য পর্বতে নির্মিত কয়েকটি হোটেল বা রেস্তোঁরা পর্বতের নিচে সরিয়ে নেয়া হয়েছে। সেখানকার গ্রামবাসী ওয়াং দেমিং বর্তমানে তক্তাপথে পর্যটকদের জন্য একটি খাবার দোকান পরিচালনা করেন। কিন্তু তার দোকান খুব শীঘ্রই ভেঙে দেয়া হবে। কিন্তু তার জন্য ওয়াং দেমিং কোন অসন্তোষ প্রকাশ করেন নি। তিনি আশা করেন, সবচেয়ে সুন্দর সান ছিংশান বিশ্বের সামনে দাঁড়াবে। তিনি বলেন,

    "সাধারণ পরিস্থিতি আরো গুরুত্বপূর্ণ। উত্তরাধিকার সংরক্ষণ করা দরকার হলে, আমরা সমর্থন করি। আমরা সান ছিংশান অধিবাসী হিসেবে দেশী-বিদেশী সকল বন্ধুদের সান ছিংশানে ভ্রমণ ও দৃশ্য দর্শনে স্বাগত জানাই। সান ছিংশান সত্যই সুন্দর। সকল ছবি তোলা অনুরাগীকে এখানে এসে সান ছিনশানের সবচেয়ে সুন্দর জায়গার ছবি তুলতে আসার জন্য আমরা স্বাগত জানাই। এটা আমার সবচেয়ে বড় উচ্চাকাঙ্ক্ষা।"

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040