১ জানুয়ারী চীনের জাতীয় পর্যটন ব্যুরো, রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয় এবং কুইচৌ, চিয়াংসু, ফুচিয়ান, শানতোং ও হোনান - এ ৫টি প্রাদেশিক গণ সরকারের যৌথ উদ্যোগে আয়োজিত '২০১১ চীনা সংস্কৃতি ভ্রমণ' কর্মসূচি আলাদা আলাদাভাবে ৫টি প্রদেশে উদ্বোধন করা হয়।
জাতীয় পর্যটন ব্যুরোর মহা-পরিচালক শাও ছিওয়েই বলেন, চলতি বছর জাতীয় পর্যটন ব্যুরো বিশ্বের ১৪০টিরও বেশি পর্যটন-কাঙ্ক্ষিত দেশ ও অঞ্চলে নানা প্রসঙ্গে প্রচারণা ও প্রমোশন কর্মসূচি চালাবে, যাতে সমৃদ্ধ সাংস্কৃতিক উত্তরাধিকারসহ বিভিন্ন পর্যটন সম্পদ প্রদর্শন করা যায়। তিনি দেশি-বিদেশি পর্যটকদেরকে চীন ভ্রমণে এবং সংস্কৃতি আহরণে স্বাগত জানান।
খোং চিয়া চিয়া