Web bengali.cri.cn   
অন্তর্মঙ্গোলিয়ার শীতকালীন ভ্রমণ জনপ্রিয় হয়ে উঠছে
  2011-01-04 18:58:43  cri
পূর্ব অন্তর্মঙ্গোলীয় অঞ্চলে বরফ ও তুষারের সুন্দর দৃশ্য দেখতে এবং লোক রীতিনীতি জানতে গত কয়েক দিনে অনেক পর্যটক ওই অঞ্চল সফর করেছেন। এর মধ্য দিয়ে অন্তর্মঙ্গোলিয়ার শীতকাল ভ্রমণ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে।

নববর্ষ উপলক্ষে তিন দিনের ছুটিতে আর এর শান আন্তর্জাতিক বরফ-তুষার উত্সবে অংশ নেয়ার জন্য দক্ষিণ চীনের কিছু পর্যটক অন্তর্মঙ্গোলিয়ায় আসেন, যাতে উত্তর চীনের বরফ ও তুষার বিশ্বের আনন্দ উপভোগ করা যায়।

অন্তর্মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের পর্যটন ব্যুরোর উপ-মহাপরিচালক মা ইয়ংশেং ব্যাখ্যা করেন, অন্তর্মঙ্গোলিয়ায় তৃণভূমি, বন ও মরুভূমি ছাড়া রূপকথার মতো বরফ ও তুষার দৃশ্য রয়েছে। যখন প্রতি বছরের শীতকাল আসে, তখনই পূর্ব অন্তর্মঙ্গোলীয় অঞ্চল ধারাবাহিক বরফ ও তুষার পর্যটন তত্পরতা পরিকল্পনা করে, যাতে আরো বেশি পর্যটকদের আকর্ষণ করা যায়।

খোং চিয়া চিয়া

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040