চীনের হোপেই প্রদেশের চেনতে বেসামরিক বিমানবন্দরের পরীক্ষামূলক অংশের নির্মাণ প্রকল্প ২৬ ডিসেম্বর শুরু হয়েছে। এ থেকে প্রমাণিত হয়েছে যে, চেনতে বেসামরিক বিমানবন্দরের নির্মাণ কাজ বাস্তব পর্যায়ে প্রবেশ করেছে।
চেনতে বেসামরিক বিমানবন্দর হচ্ছে চীনের একাদশ পাঁচশালা পরিকল্পনায় জাতীয় বেসামরিক বিমানচলাচল সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রকল্প। এটা হচ্ছে চীনের অভ্যন্তরীণ পর্যটন শাখা বিমানবন্দর। অবিলম্বে চেনতে এবং শিচিয়াচুয়াং, হার্বিন, শাংহাই ও সিআনের মধ্যে নানা ফ্লাইট চালু হবে। ভবিষ্যতে চেনতে ও কুয়াংচৌর মধ্যেও ফ্লাইট চালু হবে। এ প্রকল্পে মোট ব্যয় হবে ১৫০ কোটি ইউয়ান রেনমিনপি। ২০১২ সালে প্রকল্পটি সম্পন্ন হবে। (ইয়ু কুয়াং ইউয়ে)