|
চীন আন্তর্জাতিক বেতার আয়োজিত "সিআরআই'র দেশি বিদেশি সাংবাদিকদের হেইলোংচিয়াং ভ্রমণ' শীর্ষক সাক্ষাত্কার অভিযান ২৪ ডিসেম্বর উত্তর চীনের হেইলোংচিয়াং প্রদেশের ইয়াবুলিতে সাফল্যের সঙ্গে শেষ হয়েছে।
ছয় দিনব্যাপী সাক্ষাত্কারে সিআরআই'র ইংরেজী, রুশ, জার্মান, মঙ্গোলীয়, তুর্কি, জাপানী ও চীনা – এ সাতটি ভাষা বিভাগের দেশি-বিদেশি সাংবাদিকরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে হেইলোংচিয়াং প্রদেশের মোহো, হার্বিন ও ইয়াবুলিসহ বেশ কয়েকটি শহরের বিভিন্ন বিষয়ের ওপর প্রতিবেদন করেন।
সাক্ষাত্কারের মাধ্যমে সিআরআই'র সাংবাদিকরা হেইলোংচিয়াং প্রদেশের বৈশিষ্টপূর্ণ বরফ-পর্যটন, বরফ-সংস্কৃতি ও বরফ-অর্থনীতি তুলে ধরেন।
তাঁরা প্রতিবেদন, ছবি, অডিও ও ভিডিওসহ নানা পদ্ধতিতে বিশ্বের কাছে হেইলোংচিয়াং প্রদেশের বরফ-সংস্কৃতিকে পরিচয় করিয়ে দেন। (ইয়ু কুয়াং ইউয়ে)
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |