জাতিসংঘ বিশ্ব পর্যটন সংস্থার সর্বশেষ প্রকাশিত রিপোর্টে দেখা গেছে, বর্তমানে বিশ্ব পর্যটন শিল্প ২০০৮ সালের সংকট পূর্ব একই সময়ের তুলনায় সর্বোচ্চ মানে পুনরুদ্ধার হয়েছে। চলতি বছরের প্রথম ৮ মাসে বিশ্বের আন্তর্জাতিক পর্যটন ক্ষেত্রে ৬৪.২ কোটি পার্সন-টাইমসে পৌঁছেছে। তা গত বছরের একই সময়ের তুলনায় ৭ শতাংশ বেশি এবং ২০০৮ সালের একই সময়ের তুলনায় ১০ লাখ পার্সন-টাইমস বেশি। অনুমান করা হচ্ছে ২০১০ সালে বিশ্বের আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা ৫ থেকে ৬ শতাংশ বেশি হবে।
রিপোর্টে উল্লেখ করা হয়, আগের অভিজ্ঞতা অনুসারে প্রত্যেক বার সংকটের পর পর্যটন শিল্প সবচেয়ে বেশি পুনরুদ্ধার খাত। ২০০৯ সালে আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা ৪ শতাংশে হ্রাস পাওয়ার পর চলতি বছর ইতিহাসের সর্বোচ্চ মানে পৌঁছবে বলে অনুমান করা হচ্ছে।
খোং চিয়া চিয়া