|
||||||||||||||||||||||||||||

শাও ছিওয়েই উল্লেখ করেন, বিশ্বের পর্যটন শিল্প যথাক্রমে পুনরুদ্ধার হচ্ছে। সংরক্ষণবাদী বাণিজ্যের বাধা দূর করা, নিম্ন-কার্বন অর্থনীতির উন্নয়ন করা এবং টেকসই উন্নয়নের পথ ধরে চলা হচ্ছে বিশ্বের পর্যটন শিল্প উন্নয়নের লক্ষ্য। তিনি আরো বলেন, চীন পর্যটন শিল্পের কাঠামো সুবিন্যাস ও সমন্বয় করার ওপর গুরুত্ব দেয়। সুইজারল্যান্ডের অর্থ শিল্প, আধুনিক শিল্প ও সেবা শিল্প উচ্চ পর্যায়ের উন্নীত হবে। দু'দেশের পর্যটন শিল্পের সহযোগিতামূলক ভবিষ্যত বিশাল হবে।
খোং চিয়া চিয়া


| © China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |