Web bengali.cri.cn   
'একাদশ ৫শালা পরিকল্পনা' চলাকালে লেশানের পর্যটন খাতে ব্যাপক উন্নয়ন
  2010-11-09 18:47:12  cri
'একাদশ ৫শালা পরিকল্পনার ৫ বছর হচ্ছে লেশান পর্যটন শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়া এবং সক্রিয়ভাবে পরিবর্তন করার ৫ বছর। এ ৫ বছর ধরে পর্যটন অবকাঠামো নির্মাণ ক্ষেত্রে পুঁজি বিনিয়োগ ৭শ' কোটি ইউয়ানে দাঁড়ায়। এমেই পাহাড় ও লেশান বুদ্ধ - এ দু'টি দর্শনীয় স্থানকে সার্বিকভাবে পুনর্বিন্যাসের মাধ্যমে অগ্রাধিকারমূলক পর্যটন সম্পদের ব্যবহার ও উন্নয়ন দ্রুততর করা হয়েছে। অনুমান করা হচ্ছে, 'একাদশ ৫শালা পরিকল্পনা' চলাকালে সেখানে ভ্রমণকারী পর্যটকের সংখ্যা ৭ কোটি ৯ লাখ ৪১ হাজার ১শ-এ দাঁড়ায় এবং পর্যটন খাতের মোট আয় হয় ৫ হাজার ২৮৬ কোটি ইউয়ান। এ দু'টি অঙ্ক 'দশম ৫শালা পরিকল্পনার' সময়ের চেয়ে যথাক্রমে ৭৭.৮ ও ৪৫.৪ শতাংশ বেশি।

খোং চিয়া চিয়া

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040