Web bengali.cri.cn   
চীন 'বিশ্বমেলা উত্তর' যুগে প্রবেশ করছে
  2010-11-02 15:12:57  cri
চীনের ২০১০ সাল শাংহাই বিশ্বমেলা ৩১ অক্টোবর আনুষ্ঠানিভাবে শেষ হয়েছে। বিশ্বমেলার শীর্ষ ফোরাম ও সমাপনী অনুষ্ঠানও সঙ্গে সঙ্গে অনুষ্ঠিত হয়েছে। ২৪৬টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার অংশগ্রহণে ১ মে শুরু হওয়া এবারের এ মহাসম্মেলন ৭কোটি দেশী-বিদেশী পর্যটককে অভ্যর্থনা জানায়। পার্কে ২০ হাজারেরও বেশি পরিবেশনা ছিল। অনেক 'দুঃসাহসিক কার্য' বিশ্বমেলার বেশ কয়েকটি রেকর্ড সৃষ্টি করেছে। চীন 'একবার সাফল্যজনক, চিত্তাকর্ষক ও অবিস্মরণীয় বিশ্বমেলা'র প্রতিশ্রুতি পালন করেছে।

সম্প্রতি চীনের জাতীয় পর্যটন ব্যুরোর মহাপরিচালক শাও ছিওয়েই জানিয়েছেন, বিশ্বমেলা পর্যটনের এনে দেয়া সরাসরি অর্থনৈতিক সাফল্য ৮০ বিলিয়ন ইউয়ান অতিক্রম করবে। পাশাপাশি বিশ্বমেলা চীনের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিতকরণ ছাড়াও চীনের মতো উন্নয়নশীল দেশের কূটনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে স্থায়ী ও গভীর প্রভাব ফেলবে। 'বিশ্বমেলা উত্তর' যুগের পরদা উঠছে।

খোং চিয়া চিয়া

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040