|
এছাড়া ৭০জন বিদেশী পর্যটক নিয়ে গঠিত একটি পর্যটন দল ৩১ অক্টোবর সন্ধ্যায় লাসায় পৌঁছে তাঁদের তিব্বত ভ্রমণ শুরু করেছে। এ অঞ্চলে 'শীতকালে তিব্বত ভ্রমণ' কার্যক্রম শুরু করার পর এটিই প্রথম বৃহত্ আগমন পর্যটন দল।
এ দলের পর্যটকরা কানাডা, অস্ট্রেলিয়া, ব্রিটেন ও ফিনল্যান্ডসহ বিভিন্ন দেশ থেকে এসেছেন। তাঁরা টি-১৬৫ ছিংহাই-তিব্বত রেলপথে করে ৩১ অক্টোবর সন্ধ্যায় লাসা শহর পৌঁছান। এর পরের ৩ দিন তাঁরা পুতালা ভবন, তাচাও মন্দির ও বাখুও সড়কসহ তিব্বতের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করবেন।
খোং চিয়া চিয়া
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |