Web bengali.cri.cn   
চীনের পর্যটন শিল্প উত্সব থিয়ানচিনে শেষ
  2010-10-19 14:25:13  cri
চীনের জাতীয় পর্যটন ব্যুরো এবং থিয়ানচিন পৌর সরকারের যৌথ উদ্যোগে জাতিসংঘ বিশ্ব পর্যটন সংস্থার বিশেষ সমর্থনে ২০১০ সালের চীনের পর্যটন শিল্প উত্সব ১৭ অক্টোবর সাফল্যের সঙ্গে শেষ হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, পর্যটন শিল্প উত্সবে ২ লাখেরও বেশি দর্শক যোগ দেন এবং ২০ হাজারেরও বেশি পার্সন টাইমস পরিসেবা গ্রহণ করে।

পর্যটন ও দৃশ্য দর্শন বাস, বিনোদন স্থাপনা ও প্রমোদতরীসহ বিভিন্ন বিষয়ে ২৩২ কোটি ইউয়ানের ১৭টি চুক্তি স্বাক্ষরিত হয়।

চীনের প্রথম পর্যটন শিল্প উত্সবের চেয়ে এবারের উত্সবের প্রসঙ্গ ছিল আরো উত্তেজনাময় ও পেশাদার, প্রদর্শিত জিনিসপত্র ছিল আরো সমৃদ্ধ, তত্পরতা ছিল আরো চিত্তাকর্ষক এবং প্রভাব ছিল আরো ব্যাপক। চীনের ৩১টি প্রদেশ, কেন্দ্র শাসিত মহানগর ও স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রতিনিধিদল, পর্যটন পরিকল্পনা সংশ্লিষ্ট ২১টি শহর এবং বোহাই সাগর শহরের পর্যটন প্রতিনিধিদল, সারা দেশের ১২৮টি পর্যটন বিদ্যালয় ও প্রশিক্ষণ সংস্থা এবং ৫শ'রও বেশি পর্যটন শিল্পপ্রতিষ্ঠান ও সমিতি উত্সবে অংশ নেয়। যুক্তরাষ্ট্র, জার্মানী, ফ্রান্স, ইতালি, অস্ট্রেলিয়া ও কানাডাসহ ৩২টি দেশ ও অঞ্চলের পর্যটন শিল্পপ্রতিষ্ঠানও প্রদর্শনীতে যোগ দেয়।

খোং চিয়া চিয়া

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040