গ্রীসের লেসবোস দ্বীপে ৩ অক্টোবর অনুষ্ঠিত ইউনেস্কোর বিশ্ব ভূতাত্ত্বিক পার্ক পরীক্ষা ও মূল্যায়ন সম্মেলন সূত্রে জানা গেছে, চীন সরকার উত্থাপিত নিংদে ভূতাত্ত্বিক পার্কটিকে বিশ্ব ভূতাত্ত্বিক পার্ক হিসেবে ঘোষণার আবেদন সংক্রান্ত প্রামাণ্য ভিডিও দর্শন এবং বিভিন্ন সমৃদ্ধ দিকগুলো জাতিসংঘের বিশেষজ্ঞদের সরেজমিন পর্যবেক্ষণ সংক্রান্ত সম্মেলনে অংশগ্রহণকারীদের স্বীকৃতি পেয়েছে। ফলে নিংদে ভূতাত্ত্বিক পার্ক আনুষ্ঠানিকভাবে ইউনেস্কোর বিশ্ব ভূতাত্ত্বিক পার্কের তালিয়ায় অন্তর্ভূক্ত হয়েছে। নিংদে বিশ্ব ভূতাত্ত্বিক পার্ক হলো বিশ্বের ৬৪তম বিশ্ব ভূতাত্ত্বিক পার্ক।
এর মধ্য দিয়ে নিংদে'র পর্যটন শিল্প সাফল্যের সঙ্গে আন্তর্জাতিক মর্যাদা পেলো। এছাড়া তাইওয়ান প্রণালীর পশ্চিম তীরের পর্যটন শিল্প হিসেবে বিশ্ব পর্যায়ে নিজেদের পরিচিতি বাড়ানোর পাশাপাশি সেখানকার পর্যটনের ইতিহাসে একটি নতুন উজ্জ্বল বিষয়ে পরিণত হতে সক্ষম হলো।
খোং চিয়া চিয়া