|
ইউনেস্কো ছেংতুকে 'বিশ্ব সুস্বাদু খাবারের রাজধানী' নির্বাচিত করার পর এটি হচ্ছে সেখানে আয়োজিত প্রথম সুস্বাদু খাবার উত্সব। উত্সবে পৃথক প্রতিপাদ্যে ৬০টি টেবিলে ভোজসভার আয়োজন করা হয়। প্রায় ১ হাজার রকমের খাবার দিয়ে ছেংতুয়ের সুস্বাদু খাবার সংস্কৃতি প্রদর্শন করা হয় এখানে।
জাপানী, দক্ষিণ কোরীয়, থাই, ভারতীয়, ইতালীয়, সিঙ্গাপুরিয়ান ও জার্মান খাবারসহ বিভিন্ন দেশের খাবার এ প্রদর্শনীতে স্থান পায়। এর মধ্য দিয়ে ছেংতু খাবার সংস্কৃতির উন্মুক্ত শক্তি ও সৃজনশীল আকর্ষণীয় শক্তি পুরুপুরিভাবে প্রদর্শিত হয়।
খোং চিয়া চিয়া
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |