তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের পর্যটন ব্যুরো সূত্রে জানা গেছে, পর্যটন তিব্বতের কৃষক ও পশুপালকদের আয় বৃদ্ধি ও সমৃদ্ধি অর্জনের গুরুত্বপূর্ণ উপায়ে পরিণত হয়েছে। বর্তমানে তিব্বতের ১০ হাজার ৪৬০টি পরিবারের ৪১ হাজার ৮৪৪ সদস্য পর্যটন অভ্যর্থনা সেবায় অংশ নিচ্ছেন।
পরিবার হোটেল হচ্ছে কৃষক ও পশুপালকদের পর্যটন অভ্যর্থনা সেবার একটি গুরুত্বপূর্ণ অংশ। গ্রামীণ পর্যটনের সুপ্ত শক্তিকে বের করে আনা এবং সেবাকে মানসম্পন্ন করার জন্য তিব্বতের পর্যটন ব্যুরো পরিবার হোটেলের জন্য বিচারের মানদণ্ড প্রণয়ন করেছে। এ পর্যন্ত সারা অঞ্চলে ২৫৫টি পরিবার হোটেল সে বিচারে গৃহীত হয়েছে। ২০০৯ সালে তিব্বতের কৃষক ও পশুপালকদের পর্যটন সেবার মোট আয় ছিল ২৫.৬ কোটি ইউয়ান।
খোং চিয়া চিয়া