বিশ্বকাপের কারণে দ. আফ্রিকার পর্যটন খাতে জোয়ার
দক্ষিণ আফ্রিকার পর্যটন মন্ত্রী মার্থিনাস ভ্যান শালকি ৩ সেপ্টেম্বর বলেছেন, দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের কারণে সে দেশের পর্যটন শিল্পের ব্যাপক উন্নয়ন হয়েছে।
দেশটির পর্যটন বর্ষবিবরণী প্রকাশনা সম্মেলনে তিনি বলেন, বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকার অর্থনীতির গতিসঞ্চার করে তার আকার ১ হাজার ৩২০ কোটি মার্কিন ডলারে উন্নীত করবে। বিশ্বকাপ চলাকালে ১০ লাখের বেশি বিভিন্ন পর্যটক ও ফুটবল অনুরাগী দক্ষিণ আফ্রিকায় আসেন। ২০১০ সালের প্রথম ৭ মাসে দক্ষিণ আফ্রিকায় আসা বিদেশী পর্যটকের সংখ্যা ২০০৯ সালের একই সময়ের চেয়ে ৩৫ লাখ বেশি। প্রবৃদ্ধির হার ৩৬.৩ শতাংশ। ভ্যান শালকি অনুমান করেন, ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা ১ কোটি বিদেশী পর্যটকদের অভ্যর্থনা জানানোর অভিষ্ট লক্ষ্য বাস্তবায়ন করবে। অভ্যন্তরীণ পর্যটকের সংখ্যা ৩ কোটি অতিক্রম করবে। পর্যটনের মোট আয় ৪২০ কোটি মার্কিন ডলারে দাঁড়াবে। বিশ্বকাপের পর দক্ষিণ আফ্রিকা সরকার প্রায় ২ কোটি ৬৮ লাখ ৫০ হাজার মার্কিন ডলারের বাজার ত্বরান্বিতকরণ তত্পরতা শুরু করেছে। তিনি অনুমান করেন, সে তত্পরতা পৃথিবীর ১৪০ কোটি মানুষের ওপর প্রভাব ফেলবে।
খোং চিয়া চিয়া