জাতিসংঘের চতুর্থ বিশ্ব পর্যটন সংস্থা/ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পর্যটন সমিতির পর্যটন প্রবণতা ও বিশ্লেষণ সংক্রান্ত আন্তর্জাতিক ফোরাম ২ সেপ্টেম্বর চীনের কুইলিন শহরে শুরু হয়েছে। এ ফোরাম ২০টি দেশের ৭০জনেরও বেশি বিদেশী প্রতিনিধি, চীনের ৩০টি প্রদেশ, কেন্দ্রশাসিত মহানগর ও স্বায়ত্তশাসিত অঞ্চলের ৮০জনেরও বেশি প্রতিনিধি এবং ১৬০জনেরও বেশি দেশি-বিদেশি তথ্য মাধ্যম কর্মী ও পর্যবেক্ষককে আকর্ষণ করেছে।
চীনের পর্যটন সমিতির উপ-সভাপতি উ ওয়েনস্যুই উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন। তিনি বলেন, ভবিষ্যতে পর্যটন শিল্প কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনসহ বিভিন্ন ভূমিকার মধ্য দিয়ে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে থাকবে। যদিও বিশ্বের পর্যটন শিল্পে পুনরুদ্ধারের প্রবণতা দেখা দিচ্ছে, তবুও আন্তর্জাতিক ক্ষেত্রে এখনো কিছু অস্থিতিশীল উপাদান রয়েছে। সুতরাং বিশ্ব পর্যায়ে সহযোগিতা জোরদার, এক সাথে অভ্যন্তরীণ পর্যটন ও আঞ্চলিক পর্যটন উন্নয়নের নীতি অনুসন্ধান ও গবেষণা করার পাশাপাশি কার্যকর ব্যবস্থা নিয়ে আন্তর্জাতিক পর্যটন শিল্পের স্থিতিশীল উন্নয়ন নিশ্চিত করতে হবে।
খোং চিয়া চিয়া