পেইচিংয়ের বিভিন্ন পর্যটন সংস্থার সূত্রে ২৯ আগস্ট জানা গেছে, বর্তমানে '১ অক্টোবর' ছুটি চলাকালে বিদেশে পর্যটন প্যাকেজের অগ্রীম সফরসূচি এ পর্যন্ত অর্ধেকের চেয়েও বেশি হয়েছে। এক সাথে ভ্রমণের প্রবণতায় এয়ার টিকিট ও হোটেলের ভাড়াও অনেক বেড়েছে। তুলনামূলকভাবে মধ্যশরত উত্সব চলাকালে ভ্রমণের ক্ষেত্রে ব্যয় হবে প্রায় ৩০ শতাংশ কম।
ছুই নার ওয়েবসাইটের ভাইস-প্রেসিডেন্ট তাই জেং বলেন, পেইচিং থেকে সংগ্রহ করা বিমান টিকিটের মূল্য উদাহরণ হিসেবে দেখলে দেখা যায় ২১ সেপ্টেম্বর পেইচিং-ফুকেট দ্বীপ যাতায়াতের এয়ার-টিকিটের দাম হচ্ছে ২৫৭০ ইউয়ান। কিন্তু ৩০ সেপ্টেম্বর একই ফ্লাইটের দাম ৩৬৮৩ ইউয়ান। বৃদ্ধির হার ৪৩ শতাংশ। ২২ সেপ্টেম্বর হবে মধ্যশরত উত্সব। পেইচিং-সিউল একক যাত্রার এয়ার-টিকিটের দাম ৬৬৫ ইউয়ান। কিন্তু ৩০ সেপ্টেম্বর একই ফ্লাইটের দাম ৯৫০ ইউয়ান। বৃদ্ধির হার ৩০ শতাংশ।
খোং চিয়া চিয়া