চীনের প্রথম আন্তর্জাতিক সাংস্কৃতিক পর্যটন উত্সবের প্রেস ব্রিফিং ২৬ আগস্ট পেইচিংয়ে অনুষ্ঠিত হয়েছে। হুনান প্রদেশের ভাইস-গভর্নর লিউ লিওয়েই উত্সবের প্রধান কর্মসূচী সম্পর্কে ব্যাখ্যা করেছেন। সংস্কৃতি মন্ত্রণালয়, চীনের জাতীয় পর্যটন ব্যুরো ও হুনান প্রদেশের গণ সরকারের সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীল কর্মকর্তা এবং কেন্দ্রীয় ও স্থানীয় তথ্য মাধ্যমের প্রতিনিধিগণ এতে অংশ নিয়েছে।
জানা গেছে, সংস্কৃতি মন্ত্রণালয়, চীনের জাতীয় পর্যটন ব্যুরো ও হুনান প্রদেশের গণ সরকারের যৌথ উদ্যোগে 'চীন ভ্রমণ ও উপভোগ করা' প্রসঙ্গ হিসেবে এবারের পর্যটন উত্সব ২৩ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত হুনান প্রদেশের চাং চিয়াচিয়ে-এ অনুষ্ঠিত হবে। উত্সব চলাকালে উদ্বোধনী অনুষ্ঠান, চীনের আন্তর্জাতিক সাংস্কৃতিক পর্যটন উন্নয়ন সংক্রান্ত সাক্ষাত্কার বিষয়ক সম্মেলন, সাংস্কৃতিক পর্যটন উন্নয়নে অবদান সংক্রান্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং চীনের সাংস্কৃতিক পর্যটন বিষয়ক সাংস্কৃতিক প্রদর্শনীসহ ৪টি কর্মসূচির আয়োজন করা হবে।
খোং চিয়া চিয়া