Web bengali.cri.cn   
পেইচিংয়ের ১১টি পার্কের আয়তন ৪শ' হেক্টরে সম্প্রসারিত হবে
  2010-08-24 15:59:01  cri
'রাজকীয় বাগান এবং পেইচিং সংস্কৃতি ও ঐতিহ্যের উত্তরাধিকার' প্রসঙ্গ হিসেবে ২০ আগস্ট অনুষ্ঠিত একটি সেমিনারে বেশ কয়েকজন বিশেষজ্ঞ পেইচিংয়ের বিখ্যাত ঐতিহাসিক পার্কে আসা পর্যটকের সংখ্যা নিয়ন্ত্রণ করার আহ্বান জানিয়েছেন। এর জবাবে পেইচিং পৌর পার্ক প্রশাসনিক কেন্দ্রের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেছেন, পরিকল্পনা অনুযায়ী পেইচিংয়ের ১১টি শহর পর্যায়ের পার্কের আয়তন ৪শ' হেক্টরে সম্প্রসারিত করা হবে।

কেন্দ্রের উপ-পরিচালক কাও তাওয়েই বলেন, সাম্প্রতিক বছরগুলোতে পেইচিংয়ের বিভিন্ন পার্ক বিশেষ করে বিখ্যাত ঐতিহাসিক পার্কে পর্যটকের সংখ্যা দ্রুতভাবে বেড়েছে। যা বিভিন্ন দর্শনীয় স্থানের অভ্যর্থনা জানানো অভিস্ট সংখ্যার চেয়েও অনেক বেশি। তিনি বলেন, পর্যটন ও সম্পদ ধ্বংসের দ্বন্দ্ব সমাধানের জন্য কিছু পার্কে নতুন দর্শনীয় স্থান খোলা ও উন্নয়নের চেষ্টা চালানো হচ্ছে। এছাড়া পরিকল্পনা অনুযায়ী পেইচিংয়ের ১১টি শহর পর্যায়ের পার্কের পরিকল্পিত আয়তন আগের ১ হাজার ২শ' হেক্টর থেকে ১ হাজার ৬শ' হেক্টর পর্যন্ত বাড়ানো হবে। ফলে জনস্রোত ও ভীড়ের সমস্যা বহুলাংশে কমবে।

খোং চিয়া চিয়া

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040