|
গ্রীষ্মকালীন উত্তাপ থেকে পাহাড়ী জনগণ ও পাহাড়ে আসা পর্যটকদের রক্ষার এবং তাদের প্রশান্তি দেয়ার জন্য সম্প্রতি পুথুও পাহাড়ের কমিউনিস্ট যুব লীগ কমিটি সেখানকার শ্রম কমিটি ও রেডক্রস সোসাইটির সঙ্গে এক বিশেষ কার্যক্রম শুরু করেছে।
জানা গেছে, এবারের কার্যক্রমে আগের বছরের চেয়ে বেশি বাস্তব কার্যকারিতার ওপর গুরুত্ব দেয়া হয়েছে। প্রথমত, পাহাড়ের দর্শনীয় স্থানে আসা পর্যটকদের জন্য বিনাখরচে উত্তাপ প্রশমনী বিশেষ ওষুধ, পানীয় জল ও পর্যটন পরামর্শসহ বিভিন্ন সেবা সরবরাহ করা হচ্ছে।
দ্বিতীয়ত, বিভিন্ন ইউনিটের ট্রেড ইউনিয়ন ও যুব লীগ কমিটির শাখা নিজেদের ইউনিটের মধ্যে সমন্বয়ের মাধ্যমে বিভিন্ন উপায়ে গ্রীষ্মকালে উত্পাদন লাইনে কাজ করা কর্মীদের জন্য শীতায়নের ব্যবস্থা করা হচ্ছে। তৃতীয়ত, বিভিন্নভাবে কমিউনিটি সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমের আয়োজন করা হচ্ছে যাতে সেখানকার জনগণ উত্তাপ ভুলে থাকতে পারে।
জানা গেছে, এবারের শীতায়ন কার্যক্রম ১০ আগস্ট থেকে অক্টোবর মাসের শেষ পর্যন্ত চলবে।
খোং চিয়া চিয়া
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |