|
১১ আগস্ট চীনের জাতীয় পর্যটন ব্যুরোর উপ-মহাপরিচালক তু চিয়াং পেইচিংয়ে ইকুয়েডরের পর্যটন মন্ত্রী ফেইলেই দি এহলার্স এবং প্রাকৃতিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সমন্বয় মন্ত্রী মারিয়া ফার্নান্দো এসপাইনোসার সঙ্গে সাক্ষাত করেন।
তু চিয়াং সংক্ষেপে সাম্প্রতিক বছরগুলোতে চীনের পর্যটন খাতের উন্নয়ন ব্যাখ্যা করেন এবং বলেন, চীন ইকুয়েডরের সঙ্গে সহযোগিতা জোরদার এবং পর্যটক খাতে দু'দেশের যোগাযোগ ত্বরান্বিত করতে ইচ্ছুক। তিনি ইকুয়েডরের সংশ্লিষ্ট বিভাগকে আরো বেশি মাত্রায় চীনে তাদের প্রচারণা তুলে ধরার প্রস্তাব দেন। তিনি শাংহাই বিশ্বমেলা ও প্রতি বছর নভেম্বরে অনুষ্ঠিত চীনের আন্তর্জাতিক পর্যটন মেলার সুযোগ নিয়ে ইকুয়েডরের পর্যটন খাতের কর্মীদের চীনা পর্যটকদের কাছে ইকুয়েডরকে পরিচয় করিয়ে দেয়া এবং চীনের পর্যটন মহলের সঙ্গে ব্যাপক যোগাযোগ প্রতিষ্ঠাকে স্বাগত জানান।
এছাড়া দু'পক্ষ বয়োবৃদ্ধদের পর্যটন বাজার এবং উচ্চ পর্যায়ের পর্যটন বাজার উন্নয়নসহ অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে মত বিনিময় করেন।
খোং চিয়া চিয়া
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |