Web bengali.cri.cn   
আনহুইয়ে 'মিলিয়ন কিশোর জাদুঘরে প্রবেশ' কার্যক্রম শুরু হচ্ছে অক্টোবরে
  2010-08-10 15:40:59  cri
বিনাখরচ ব্যবস্থা চালু হওয়ার পর সারা আনহুই প্রদেশের জাদুঘর বিভিন্ন রকমের বৈশিষ্ট্যময় প্রদর্শনীর ব্যবস্থা করেছে, যেগুলো কিশোররা খুব পছন্দ করছে। 'মিলিয়ন কিশোর জাদুঘরে প্রবেশ' শীর্ষক ধারাবাহিক কার্যক্রম চলতি বছরের অক্টোবর মাসের মাঝামাঝি প্রথমবারের মতো শুরু হবে।

৪.৯২ মিলিয়ন কিশোর দর্শক জাদুঘরে প্রবেশ করে ইতিহাসের নিদর্শন পর্যবেক্ষণ করতে এবং সংস্কৃতি সম্পর্কে জানতে পারবে।

সম্প্রতি আনহুই প্রদেশের কিছু জাদুঘর স্থানীয় সম্প্রদায়কে নিয়ে কৃষিশ্রমিকদের ছেলেমেয়েদের মোকাবিলা করা বিভিন্ন তত্পরতার আয়োজন করে। জাদুঘর, এই 'সাংস্কৃতিক জানালা' শহর ও গ্রামীণ কিশোরদের সাংস্কৃতিক জীবনযাপনকে সমৃদ্ধ করার এবং তাদের সাংস্কৃতিক অধিকারের ওপর মনোযোগ দিচ্ছে।

খোং চিয়া চিয়া

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040