Web bengali.cri.cn   
ছেংতু-তিছিং ফ্লাইট পুনরায় চালু
  2010-08-03 15:42:04  cri
সিছুয়ান এয়ার লাইনস সূত্রে ২৯ জুলাই জানা গেছে, ২ আগস্ট থেকে একটানা ছেংতু—তিছিং সরাসরি ফ্লাইট পুনরায় চালু হয়েছে । টিকিটের দাম ৯৮০ ইউয়ান।

এ ফ্লাইট চালু হওয়া উদযাপনে লক্ষ্যে সিছুয়ান এয়ার লাইনস যাত্রীদের ভেতর কয়েক জনের জন্য ভাড়া থেকে ৩৪০ ইউয়ান অর্থাত ৬৫ শতাংশ ছাড়ের বিমান টিকিটের ব্যবস্থা করেছে। ছেংতু-তিছিং ফ্লাইটটি প্রতি সপ্তাহের সোমবার, বুধবার ও শুক্রবার চলাচল করবে। একটানা যাত্রায় সময় লাগবে ১ ঘন্টা ১০ মিনিট। এ ফ্লাইট চালু হওয়ার পর যাত্রার সময় ছাড়াও অধিকাংশ খরচও কম হবে। ফলে পর্যটনের কার্যকরিতা উন্নত হবে।

খোং চিয়া চিয়া

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040