Web bengali.cri.cn   
এশিয়া গেমস উপলক্ষে কুয়াংচৌয়ের পর্যটন শিল্প উন্নত হচ্ছে
  2010-07-20 16:33:30  cri
এশিয়া গেমস দিন দিন এগিয়ে আসার প্রেক্ষাপটে কুয়াংচৌয়ের পর্যটন শিল্প সার্বিকভাবে 'যুদ্ধের আগের' অবস্থায় প্রবেশ করেছে। বিভিন্ন পর্যটন অভর্থ্যনা জানানো সেবা সঙ্গে সঙ্গে উন্নত হচ্ছে। ১৮ জুলাই কুয়াংতুং প্রদেশের চায়না ট্রাভেল সার্ভিস কোম্পানি লিমিটেডের হাই জু মহাচত্বর শাখা ও বাস পর্যটন কেন্দ্র খোলা হয়েছে। এটা এশিয়া গেমসকে অভর্থ্যনা জানানোর জন্য কুয়াংতোং চায়না ট্রাভেল সার্ভিস কোম্পানির আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

কুয়াংতুং প্রাদেশিক পর্যটন ব্যুরোর সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেছেন, এশিয়া গেমস কুয়াংচৌয়ের জন্য মানুষের, পণ্যের ও তথ্যের স্রোত এনে দেবে।

এ গেমস হবে কুয়াংচৌয়ের পর্যটন শিল্পপ্রতিষ্ঠানের বাস্তবতা দেখানো, সেবার মান প্রমাণ করা এবং মানুষের তা পরীক্ষার শ্রেষ্ঠ সুযোগ।

খোং চিয়া চিয়া

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040