Web bengali.cri.cn   
তিন গিরিখাত প্রকল্প
  2010-07-20 15:22:53  cri

    তিন গিরিখাত বাঁধ, জলবিদ্যুত্ কেন্দ্র এবং জলপরিবহন কাঠামো তিন অংশ নিয়ে গঠিত হয়। বিশ্বের বৃহত্তম জলসেচ সংযোগ প্রকল্প চিত্তাকর্ষকভাবে গিরিখাতে দাঁড়িয়ে আছে। এটা দেখে অনেকে বিস্মিত হন। উ হানের সুন প্রথমবারের মত এরকম দৃশ্য দেখে গভীর আকর্ষণ বোধ করেন। তিনি বলেন,  

    "আমি প্রথম বারেরমত ইয়াংসি নদীর তিন গিরিখাত বাঁধে এসেছি। থান জি লিংয়ের ওপর থেকে নিচের দিকে তিন গিরিখাতের বিরোচিত দৃশ্য দেখেছি। তারপর ১৮৫ প্ল্যাটফর্মে গিয়েছি। খুব কাছ থেকে বাঁধের সৌন্দর্য উপভোগ করেছি। তা সত্যিই বিশ্বের প্রথম জলসেচ সংযোগ প্রকল্প।"

    ১৮৫ প্ল্যাটফর্ম থেকে নেমে দর্শনীয় স্থানের তৃতীয় ধাপ, চীনের অভ্যন্তরীণ প্রথম জলসেচ প্রকল্পের থিম পার্ক—চিয়ে লিউ স্মারক পার্কে প্রবেশ করা যায়। এ জায়গাটি আসলে তিন গিরিখাত প্রকল্প দেখার শ্রেষ্ঠ জায়গা। পার্কে প্রকল্পের ধ্বংসাবশেষের প্রদর্শনী এবং বৃহত্ প্রকল্প যন্ত্র রয়েছে। পর্যটকরা এসব দেখতে পারবেন।

    তিন গিরিখাত প্রকল্প নির্মাণ হচ্ছে চীনা মানুষের একশ' বছরেরও বেশি সময়ের স্বপ্ন। সে প্রকল্পে ৩ হাজার ৯৩০ কোটি কিউবিকমিটারের জলাধার রয়েছে। এ প্রকল্প চিয়াং হান সমভূমি ও তোং থিং হ্রদ অঞ্চলের ১ কোটি ৫০ লাখ মানুষের জন্য এবং ১৫ লাখ ৩০ হাজার হেক্টর মাঠ সংরক্ষণ এবং বন্যা প্রতিরোধ, বিদ্যুত উত্পাদন এবং পোতাশ্রয়সহ বিভিন্ন ক্ষেত্রে সুফল বয়ে এনেছে।

    তিন গিরিখাত পর্যটন কোম্পানির দর্শনীয় স্থান প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তা হু নিয়ানইয়াও মনে করেন, তিন গিরিখাত পর্যটন আরো উন্নয়ন করা উচিত। শুধু দৃশ্য দর্শনের মধ্যে এটা সীমাবদ্ধ রাখা উচিত নয়। তিনি বলেন,

    "গতানুগতিক পর্যটন থেকে আমাদের কিছু ব্যবধান আছে। আমাদের বর্তমান লক্ষ্য হচ্ছে তিন গিরিখাত বাঁধ দর্শনীয় স্থান তার শিক্ষা কেন্দ্র প্রসঙ্গ রাখার পাশাপাশি একটি সবুজ পর্যটন ও সৃজনশীল পর্যটনের একটি কাঙ্ক্ষিত জায়গায় পরিবর্তন করিয়ে দেয়া।"

    হু নিয়ানইয়াও ব্যাখ্যা করে বলেন, তিন গিরিখাত বাঁধ অঞ্চলে বর্জ্য দ্রব্যসহ পরিবেশের জন্য ক্ষতিকর দ্রব্য নিয়ন্ত্রণ করা হবে, যাতে সবুজ ও পরিবেশ সংরক্ষণের উদ্যোগ নেয়া যায়। কিন্তু হু নিয়ানইয়াও মনে করেন, পর্যটকরা বিশ্রাম নেয়ার ও বেড়ানোর জন্য এখনে আসেন। একঘেঁয়ে ব্যাখ্যা ও শিক্ষা এখনকার পর্যটকদের জন্য যুক্তিযুক্ত নয়। তিনি বলেন,

    "সৃজনশীল পর্যটন সবাইকে দেখানোর পাশাপাশি তাদের অনুভূতি দেবে। যেমন স্রোত-বাধা হচ্ছে এক ধরনের মনোরম দৃশ্য। আমরা পর্যটকদের এতে অংশ নেয়ার অবস্থা করতে পারি। তিন গিরিখাত প্রকল্প চারটি রাষ্ট্রীয় বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতি পুরস্কার পেয়েছে। এটার সত্যিকারের প্রতিমূর্তি করার মধ্য দিয়ে পর্যটকরা সে অনুভূতি এবং চীনের পানি প্রশাসনের সংস্কৃতি বুঝতে পারবেন।

    বলা যায়, তিন গিরিখাত প্রকল্প পানি ধরে রাখার মাধ্যমে বিদ্যুত উত্পাদনের পরও তাদের জীবনীশক্তি কমেনি। নতুন তিন গিরিখাতের দৃশ্য অসীম। যদি হু নিয়ানইয়াও'র পরিকল্পনা বাস্তবায়িত হয়, তাহলে তিন গিরিখাত প্রকল্প ভ্রমণ আরো আনন্দদায়ক হবে।


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040