Web bengali.cri.cn   
চতুর্থ চীন-দক্ষিণ কোরিয়া পর্যটন সেমিনারে জু শানচুং
  2010-07-13 16:12:56  cri

৯ জুলাই চীনের জাতীয় পর্যটন ব্যুরোর উপ-মহাপরিচালক জু শানচুং শানতোং প্রদেশের ইয়ানথাইয়ে অনুষ্ঠিত চতুর্থ চীন-দক্ষিণ কোরিয়া উপকূলীয় অঞ্চলের পর্যটন সহযোগিতা ও উন্নয়ন সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।

চীনের জাতীয় পর্যটন ব্যুরো এবং দক্ষিণ কোরিয়ার সংস্কৃতি, ক্রীড়া ও পর্যটন মন্ত্রণালয় এবারের সেমিনারের আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে জু শানচুং চীনের জাতীয় পর্যটন ব্যুরোর পক্ষ থেকে অংশগ্রহণকারী চীন ও দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদেরকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, 'চীন ও দক্ষিণ কোরিয়া সফর বর্ষ' এবং দু'দেশের সহযোগিতা গভীরতর করার প্রেক্ষাপটে এবারের সেমিনারের বিশেষ গুরুত্বপূর্ণ তাত্পর্য রয়েছে।

তিনি আশা করেন, দু'দেশের সরকারি বিভাগ, গবেষণা সংস্থা ও শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিগণ দু'দেশের পর্যটন যোগাযোগ সম্প্রসারণের জন্য 'বাস্তবানুগ, সহযোগিতা, সৃজনশীলতা ও অভিন্ন বিজয়' প্রসঙ্গ হিসেবে দু'দেশের পর্যটন সহযোগিতার উপায় অন্বেষণ করবে, যাতে দু'দেশের পর্যটন সহযোগিতাকে সমৃদ্ধ করা যায়।

খোং চিয়া চিয়া

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040