Web bengali.cri.cn   
সিনচিয়াংয়ের ইলিতে প্রথম বিশেষ পর্যটন ট্রেন
  2010-07-13 16:10:59  cri
১০ জুলাই ভোরে একটি জমকালো পর্যটন ট্রেন ধীরে ধীরে সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের সবচেয়ে পশ্চিমের ইলি রেল স্টেশনে প্রবেশ করে।

জানা গেছে, এ পর্যটন ট্রেনের ১১টি বগি রয়েছে, যাতে ৯৬জন পর্যটক ভ্রমন করতে পারেন। এ ট্রেনে বার, চীনা ও পশ্চিমা রেস্তোঁরা ও আলাদা বাথরুম রয়েছে। এটা হচ্ছে বর্তমানে চীনের সবচেয়ে জমকালো বিশেষ পর্যটন ট্রেন। উরুমচির রেলপথ আন্তর্জাতিক পর্যটন সংস্থা ৩ কোটি ইউয়ান ব্যায়ে এটিকে পুনর্গঠন করেছে। রেলপথ আন্তর্জাতিক পর্যটন সংস্থার উপব্যবস্থাপক চাং সিন ব্যাখ্যা করেন যে, ১৯৯৯ সালে বিশেষ ট্রেন চালু হওয়ার পর এখন পর্যন্ত দশ হাজার বিদেশী পর্যটককে সেবা দিয়েছে। এটাকে ইউরোপের প্রাচ্য এক্সপ্রেসের সঙ্গে তুলনা করা যায়।

খোং চিয়া চিয়া

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040