Web bengali.cri.cn   
১ অক্টোবরের আগে চীন-রাশিয়া-উ. কোরিয়ার পর্যটন প্যাকেজ চালু হবে
  2010-07-06 18:55:47  cri
চিলিন প্রদেশের হুইছুন পৌর পর্যটন ব্যুরো সূত্রে জানা গেছে, চীন, রাশিয়া ও উত্তর কোরিয়া এ তিন দেশের আন্তঃদেশীয় পর্যটন ১ অক্টোবরের আগে আনুষ্ঠানিকভাবে চালু হবে।

বর্তমান এ প্রকল্পের মৌলিক লাইন নির্ধারিত হয়েছে। তা হচ্ছে চিলিন প্রদেশের হুইছুন শহর - রাশিয়ার স্লাভিক ইয়াং কার্ড - রাশিয়ার ভ্লাদিভোস্তোক - রাশিয়ার হাসান - উত্তর কোরিয়ার থুমেন নদী - উত্তর কোরিয়ার রা সান – চিলিন প্রদেশের হুছুন শহর।

জানা গেছে, হুইছুন শহরের সানচিয়াং আন্তর্জাতিক পর্যটন সংস্থা, রাশিয়ার উপকূলীয় সীমান্ত অঞ্চলের পর্যটন সংস্থা এবং উত্তর কোরিয়ার রা সান দৃর্শ দর্শন সংস্থা যৌথভাবে এ পর্যটন প্যাকেজের আয়োজন করে। ২০১০ সালের মার্চ মাস থেকে এ পর্যন্ত ৪ বার সাফল্যের সঙ্গে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। অনুমান করা হচ্ছে চলতি বছরের ১ অক্টোবরের আগে আনুষ্ঠানিকভাবে এ প্যাকেজ চালু হবে।

খোং চিয়া চিয়া

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040