|
২০ জুন সকালে প্রাদেশিক পর্যটন ব্যুরোর মহাপরিচালক ওয়াং সিয়াওফেং কর্মীদের নিয়ে ইংথান ও ফুচৌ গিয়ে স্থানীয় পর্যটন শিল্পের বন্যা প্রতিরোধ ও উদ্ধার কাজের নেতৃত্ব দেন।
স্থানীয় দর্শনীয় স্থানগুলোকে বন্যা প্রতিরোধ ও উদ্ধার কাজে সহায়তা দেয়ার জন্য ২২ জুন প্রাদেশিক পর্যটন ব্যুরো আবারো দুটি কর্ম-গ্রুপ ইংথান ও ফুচৌ শহরে পাঠিয়েছে। এছাড়া আটকে পড়া পর্যটক স্থানান্তর এবং পর্যটন দল প্রত্যাহারের কারণে সৃষ্ট ক্ষতিপূরণের জন্য সবচেয়ে ক্ষতিগ্রস্ত গুরুতর ইংথান ও ফুচৌ শহরের দর্শনীয় স্থানকে ৪ লাখ ইউয়ান জরুরী অর্থ দেয় হয়েছে।
খোং চিয়া চিয়া
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |