|
চীনের উত্তর পূর্ব সীমান্তে অবস্হিত স্বচ্ছ ও পরিচ্ছন্ন পানির নদীর
হেইলুংচিয়াংয়ের আদিবাসী একজন বৃদ্ধার সঙ্গে তরুনী
এ প্রদেশটি দেখতে যেন ঠিক একটি উড়ন্ত রাজ হাঁসের মত সুন্দর। প্রাদেশটির আয়তন ৪ লাখ ৫৪ হাজার বর্গ কিলোমিটার, যা চীনের সমগ্র এলাকার প্রায় ৪.৯ শতাংশ। একই সংগে বলা যায় যে, এটি ইয়াংশি নদীর অববাহিকার ৪টি বদ্বীপের প্রায় সমান। এ দেশটির সমগ্র এলাকা জুড়ে রয়েছে পেন্ডুলামের দোলনার মত ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য পাহাড়ের সারি। রয়েছে ঢেউ তোলা বিশাল বিশাল অনেক নদী আর শহরগুলোতে সাপের মত আঁকা বাঁকা লেক। হেইলুংচিয়াংয়ের ভৌগলিক অবস্হান এমন এক স্হানে যে সব দিক থেকেই এ অঞ্চলটি খুবই গুরুত্বপূর্ণ। আবার প্রাকৃতিক সম্পদের দিক থেকেও এটি দারুণভাবে সমৃদ্ধ। সমুদ্র পৃষ্ঠ থেকে এর উচ্চতা সবচেয়ে বেশি এবং চীনের ভেতর সবচেয়ে শীতলতম এলাকা। এ প্রদেশটিকে চীনের সূর্যোদয়ের এলাকা বলা হয়। গভীর নীলাভ সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে সূর্যোদয় দেখার কথা মনে হলেই মনে পড়ে যায় আমার দেশের কুয়াকাটার কথা। যেখানে সূর্যোদয় ও সূর্যাস্ত দু'টোই দেখা যায়। বসন্তে এখানে সমতল আর পাহাড় ছেয়ে যায় ঘন গাড় সবুজে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে যে, গ্রীষ্মকালে এখানে বইতে থাকে হালকা ঠান্ডা হাওয়া। শরত্কালে লাল হলুদের রংয়ের মেলায় সারা পাহাড়গুলো ছেয়ে যায় চোখ ধাঁধানো সব বর্ণিল প্রতিচ্ছবিতে। আর শীতকালে চীনের সবচেয়ে ঠান্ডা আঞ্চল হওয়ায় পুরো এলাকা বরফ আর তুষারে ছেয়ে যায়। তাপমাত্রা নেমে মাইনাস ৪৫ থেকে ৫৫ তে চলে যায়। এসময় রাজধানী হারবিনে বসে বরফ সংস্কৃতির মেলা। সারা পৃথিবীর পর্যটকরা ছুটে আসে তা উপভোগের জন্য। একই সংগে হেইলুংচিয়াং-এর কৃষি জমির আয়তন সারা চীনের মধ্যে নবম স্হানে রয়েছে। এখানে সবুজ ফসল অর্থাত শবজী, সয়াবিন, ভূট্টা ও চাল অন্যান্য পণ্য এতবেশি হয় যে, তা সারা চীনে উত্পাদিত পণ্যের প্রায় অর্ধেকের মত।
সংবাদিক সম্মেলনে লেখক (মাঝখানে)
পরিবেশগত দিক থেকে হেইলুংচিয়াংয়ের পর্যটন ব্যবস্হাও উঁচু মানের। এখানকার সবুজ প্রাকৃতিক বনভূমি, জলাভূমি, সীমান্ত সংলগ্ন লেক ও নদীর পাড়ের মনোরম দৃশ্য সত্যিই হৃদয় ও মনকে জুড়িয় দেবে। হেইলুংচিয়াংয়ের বনভূমির হারের পরিমাণ সারা চীনের প্রায় ৪৩.৬ শতাংশ। প্রদেশটিতে ৯৬টি প্রাকৃতিক বনভূমি সমৃদ্ধ পার্ক রয়েছে। যা থেকে এতবেশি অক্সিজেন নির্গত হয় যে তা মানুষের স্বাস্হ্যের জন্য অত্যন্ত উপকারী। এখানে যে জলাভূমি রয়েছে তার পরিমাণ সারা চীনের আট ভাগের এক ভাগ। প্রাকৃতিক জলাভূমি থাকা অঞ্চলগুলোর মধ্যে চালুং (Zhalong), সানচিয়াং (Sanjiang), শিংখাই (Xingkai) এবং হুংহা (Honghe) লেকের কথা বিখ্যাত জলাভূমি সংক্রান্ত আন্তর্জাতিক ডিরেক্টরিতে স্হান পেয়েছে। চালুং জলাভূমি "Paradise for birds" বা পাখির স্বর্গ হিসেবে বিখ্যাত। এ জলাভূমি হলো পৃথিবীতে লাল ঝুটির সারসের বলতে গেলে একমাত্র বিচরণ ক্ষেত্র। হেইলুংচিয়াংয়ে মোট ৬৪০টি লেক রয়েছে।চীনে এতবেশি লেক থাকা অঞ্চলের কথা আমার এ মুহূর্তে মনে পড়ছে না। এর মধ্যে আবার চিংপু () লেকটি বিশাল পাহাড়ি অঞ্চল ঘিরে থাকা লেকগুলোর ভেতর পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম। ওদিকে শিংখাই লেকটি রাশিয়া ও চীনের সীমান্ত ভাগ করা রেখা হিসেবে এশিয়ার ভেতর বৃহত্তম লেক। এছাড়াও হেইলুংচিয়াংয়ে রয়েছে ১৬টি আগ্নেয়গীরির অঞ্চল। আর এতে রয়েছে ছোট বড় মিলিয়ে ৮০টি বিশাল আগ্নেয়গীরি। হেইলুংচিয়াংয়ের উদালিয়ানছি (Wudalianchi) সংরক্ষিত প্রাকৃতিক পার্ক হচ্ছে অগ্নুত্পাতের ফলে সৃষ্ট জমাট বাধা লাভার পার্ক। এসব লাভার ব্যতিক্রম ধর্মী বিভিন্ন আকৃতি এত সুন্দর যে, না দেখলে বোঝা যাবে না। এখানে রয়েছে চীনের একমাত্র ' প্রাকৃতিক অগ্নুত্পাত জাদুঘর' (Natural Volcanic Museum) এবং 'আগ্নেয়গীরির উন্মুক্ত মঞ্চ'।
অতালিকার শহর হেইলুংচিয়াং
উদালিয়ানছি'র ঠান্ডা পানির প্রাকৃতিক ঝরণা হচ্ছে বিশ্বখ্যাত ফ্রান্সের ভিছি (Vichy) প্রাকৃতিক ঝরণা এবং রাশিয়ার উত্তর ককেশাস প্রাকৃতিক ঝরণার সমকক্ষ।
হেইলুংচিয়াং প্রদেশ চীনের স্বাধীনতার ক্ষেত্রে প্রথম মুক্ত অঞ্চলের স্বাদ পেয়েছিল। অর্থাত্ জাপানীসহ বিদেশীদের হটিয়েছিল তার এলাকা থেকে। এ অঞ্চলটি চীনের শিল্পাঞ্চল গড়ে তোলার ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা পালন করেছে। হেইলুংচিয়াংয়ে শিল্পের জ্বালানি, কাঁচামাল, শিল্পের যন্ত্রাংশ ও তেল শিল্পের জন্য বিখ্যাত। স্বাধীনতার ৬০ বছরে হেইলুংচিয়াংয়ের খণিজ দ্রব্য হিসেবে কয়লা উত্তোলনের পরিমাণ সারা চীনের প্রায় দশ ভাগের একভাগ। হেইলুংচিয়াংয়ের তাছিং () তেল ক্ষেত্রটি প্রায় পাঁচ দশক ধরে উত্তোলনের কাজে ব্যবহৃত হচ্ছে। এর মধ্যে তিরিশ বছর ধরে একটানা এ ক্ষেত্র থেকে প্রতি বছর ২ বিলিয়ন টন করে তেল উত্তোলন করা হচ্ছে। এ পরিমাণ সারা চীনের প্রায় ৪০ শতাংশ। এ তেল ক্ষেত্র থেকে আগামী দশ বছর ধরে প্রতি বছর ৪০ মিলিয়ন টন করে তেল উত্তোলন করার পরিকল্পনা রয়েছে। এছাড়াও এ অঞ্চলে রয়েছে মাঝারি মানের অনেক শিল্প প্রতিষ্ঠান।
(চলবে) আ বা ম ছালাউদ্দিন
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |