|
||||||||||||||||||||||||||||
হাইখৌ শহরের চিন ইয়েফেং পর্যটন সংস্থার বাজারজাতকরণ ব্যবস্থাপক বাও হাইইয়ান বলেন, বর্তমানে এ পর্যটন সংস্থা কয়েকটি দলের পর্যটকদের গ্রহণ করেছে। তাদের পরিকল্পনা হলো তাইওয়ানে তিন দিন দু'রাত ভ্রমণ করানো। কিন্তু অধিকাংশ পর্যটক নিজস্ব গাড়িতে চড়তে অথবা অন্য মানুষের সঙ্গে গাড়ি ভাগাভাগি স্বাধীনভাবে ভ্রমণ করতে পছন্দ করেন।
হাইনান প্রদেশের একটি গাড়ি ক্লাব সূত্রে জানা গেছে, সে ক্লাব ড্রাগন নৌকা উত্সবের দু'দিন ও এক রাতে নিজস্ব গাড়িতে ভ্রমণের জন্য ৫০জনকে গ্রহণ করেছে। তাদের মধ্যে হাইনান অধিবাসী ছাড়া কুয়াংতোং প্রদেশ থেকে আসা পর্যটকও আছেন। সে ক্লাবের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, এবারের ড্রাগন নৌকা উত্সবের তত্পরতা খুবই সমৃদ্ধ। নিজস্ব গাড়িতে চড়া পর্যটকরা দু'দিন এক রাতের ভ্রমণে অবকাশ উদযাপন করতে পারেন।
খোং চিয়া চিয়া


| © China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |