|
জানা গেছে, পাওলোং ইউরোপীয় পার্ক প্রকল্পে ৪শ' কোটি ইউয়ানের পুঁজি বিনিয়োগ করা হবে। প্রকল্পে অভ্যন্তরীণ বিনোদন, তারা পর্যায়ের হোটেল, জীবনযাপনের প্রণালী কেন্দ্র, জেলে জাহাজঘাট এবং অনুপূরক রিয়াল এস্টেট রয়েছে। চলতি বছরের শেষার্ধে নির্মাণ কাজ শুরু হবে এবং দু'বছরের মধ্যে সেটি চালু হবে।
জাতীয় সমুদ্র জাদুঘর হচ্ছে চীনের প্রথম জাতীয় পর্যায়ের বহুমুখী ও জনকল্যাণমূলক জাদুঘর। এটি পুরোপুরিভাবে সমুদ্রের প্রাকৃতিক ইতিহাস ও সাংস্কৃতিক ইতিহাস প্রদর্শন, সংগ্রহ সংরক্ষণ, শিক্ষা প্রদর্শনী, বৈজ্ঞানিক গবেষণা ও পর্যটনসহ জাতীয় পর্যায়ের দেশাত্মবোধক শিক্ষা কেন্দ্রে পরিণত হবে। বর্তমান প্রকল্পের বিভিন্ন প্রস্তুতিমূলক কাজ এগিয়ে চলছে।
খোং চিয়া চিয়া
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |