Web bengali.cri.cn   
সিনচিয়াংয়ে ৬টি পর্যটন দর্শনীয় স্থান প্রতিষ্ঠিত হবে
  2010-06-08 14:37:09  cri
চলতি বছর থেকে সিনচিয়াংয়ে তিনটি পাহাড় ও দুটি অববাহিকা এবং উছাং একীকরণ এ ছ'টি আঞ্চলিক পর্যটন অংশ প্রতিষ্ঠার মাধ্যমে সিনচিয়াং গুরুত্বপূর্ণভাবে পর্যটন শিল্প ব্যবস্থা এবং সেবা ব্যবস্থার নির্মাণ কাজ পূর্ণাঙ্গ করবে। এর উদ্দেশ্য হলো সিনচিয়াংয়ের পর্যটন শিল্পের মাত্রা, গুণগতমান এবং কার্যকরিতার বহুমুখী লক্ষ্যমাত্রা মৌলিকভাবে বড় পর্যটন প্রদেশের মানের নিয়ে যাওয়া।

সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলে পর্যটন ব্যুরোয় চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্ব গ্রুপের সম্পাদক ছি ছোংছিং ব্যাখ্যা করেন, তিনটি পাহাড় পর্যটন অঞ্চল পৃথকভাবে হলোঃ আ আর থাই, থিয়ান শান এবং খুনলুনশান পর্যটন অঞ্চল।

দু'টি অববাহিকা হলোঃ জুন গে আর এবং থা লি মু অববাহিকা। পাশাপাশি খাশি ও আখেসু কেন্দ্র হিসেবে জাতীয় সাংস্কৃতিক পর্যটন অঞ্চল প্রতিষ্ঠিত হবে; হোথিয়ান কেন্দ্র হিসেবে চীনের হোথিয়ান জেইড অনুসন্ধানের উত্স স্থান ও বিনিময় কেন্দ্র প্রতিষ্ঠিত হবে। উছাং পর্যটন কেন্দ্রে পর্যটন সেবা ব্যবস্থা পূর্ণাঙ্গ করার মাধ্যমে বহুবিধ কার্যক্রম সম্পন্ন পর্যটন নমুনা অঞ্চল প্রতিষ্ঠিত হবে।

খোং চিয়া চিয়া

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040