Web bengali.cri.cn   
নানচিংয়ের মেইহুয়া পাহাড়
  2010-06-01 18:09:00  cri
    প্লাম ফুল হচ্ছে চীনাদের জনপ্রিয় ফুলগুলোর মধ্যে অন্যতম। কারণ প্রতি বছরের শীতকাল শেষে এবং বসন্তকালের প্রথম দিকে প্লাম ফুল তুষার ও ঠাণ্ডাকে প্রতিরোধ করে ফোটে। এ ফুল অদম্য, আত্মবলীয়ান ও কষ্টসহিষ্ণু মনোভাবের প্রতীক। বসন্তকালে যখন প্লাম ফুল ফোটে তখন তা দেখার আনন্দ উপভোগ করা এবং বাইরে বেড়ানো চীনাদের আনন্দের ব্যাপারে পরিণত হয়। মানুষেরা প্লাম ফুল দেখার আনন্দ উপভোগ করার পাশাপাশি এর ছবি আঁকে, ছবি তোলে এবং এ ফুল নিয়ে কবিতা লেখে ও পড়ে, যার মধ্য দিয়ে প্লাম ফুলকে তাদের ভালোবাসা প্রতিফলিত হয়।

    চিয়াংসু প্রদেশের রাজধানী নানচিং শহরের মেই হুয়া পাহাড় অথাত্ প্লাম ফুল পাহাড় হচ্ছে চীনের বিখ্যাত প্লাম ফুল উপভোগের জায়গাগুলোর মধ্যে অন্যতম। এটি উহান শহরের তোংহু মুওশানের প্লাম ফুল পার্ক, শাংহাইয়ের তিয়ানশানহু প্লাম ফুল পার্ক এবং উসি শহরের প্লাম ফুল পার্কের সঙ্গে মিলে'চীনের চারটি শ্রেষ্ঠ প্লাম ফুল পার্ক' বলে পরিচিত। বসন্তকালের প্রথম দিকে প্লাম ফুল পাহাড়ে হাজার হাজার প্লাম ফুল ফোটে। দেশী-বিদেশী লাখ লাখ প্লাম ফুলপ্রেমী পর্যটককে এ ফুল আকর্ষণ করে এবং তারা এখান থেকে অন্য কোথাও যেতে চায় না।

    প্রতি বছরের ফেব্রুয়ারির শেষে ও মার্চের প্রথম দিকে যখন প্লাম ফুল ফোটে নানচিংয়ে তখন জাঁকজমকপূর্ণ প্লাম ফুল উত্সবের আয়োজন হয়। নানচিংয়ের প্রতিনিধিত্বমূলক জাতীয় পর্যায়ের পর্যটন উত্সবের উদযাপনী অনুষ্ঠান হিসেবে ১৪ বার সাফল্যের সঙ্গে 'প্লাম ফুল উত্সব' অনুষ্ঠিত হয়েছে। নানচিং চৌংশান সমাধিস্থলের দর্শনীয় স্থানের প্লাম ফুল উপত্যকায় হাজার হাজার প্লাম ফুল হাসি মুখে অতিথিদের স্বাগত জানায়। প্রিয় শ্রোতাবন্ধু, এবারের অনুষ্ঠানে আমি আপনাদেরকে প্লাম ফুল উপত্যকায় নিয়ে যাবো। আমরা এক সাথে প্লাম ফুলের সৌন্দর্য উপভোগ করবো।

    তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে নানচিং পূর্বাঞ্চলের প্লাম ফুল পাহাড়ের প্লাম ফুল ফুটতে শুরু করে। উজ্জ্বল বসন্তকালের দৃশ্যে পাহাড়ের চূড়ার বো আই গে'র আশেপাশে যখন প্লাম ফুল ফোটে তখন বসন্তকালের সৌন্দর্য দেখা দেয়।

    প্লাম ফুল পাহাড়ে দুটি শতাধিক বছর বয়সের 'প্রেমিক প্লাম' আছে। তা অনেক পর্যটককে আকর্ষণ করে। প্লাম ফুল পাহাড়ের প্রধান পূর্বাভাসকারী কোং ছিংহুয়া আমাদেরকে প্রেমিক প্লামের উত্স সম্পর্কে জানান। তিনি বলেন,

    "কেন এ দুটি প্লাম ফুলের নাম প্রেমিক প্লাম? আপনারা এরকম দুটি প্লাম দেখতে পারেন -- একটি বড় ও একটি ছোট ঘনিষ্ঠভাবে একে ওপরের ওপর নির্ভর করে। দেখতে এক জোড়া প্রেমিক-প্রেমিকার মত। তাছাড়া প্রতি বছরের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় প্রেমিক প্লাম ফোটে। অর্থাত্ প্রতি বছরের ঠিক ভালোবাসা দিবসে একে দেখার শ্রেষ্ঠ সময়। প্রাচীনকাল থেকে চীনের প্লাম ফুল বর্ষণ করে প্রেম নিবেদন করার ঐতিহাসিক গল্প আছে। সেকারণে প্রতি বছরের ভালোবাসা দিবসে বহু প্রেমিক-প্রেমিকা এখানে ছবি তোলে।"

    মার্চ মাসে প্লাম ফুল পাহাড়ের প্লাম ফুল দেখার সময়। কোং ছিংহুয়া প্লাম ফুল পাহাড়ে পর্যটকদের জন্য শ্রেষ্ঠ পর্যটন প্যাকেজ ব্যাখ্যা করেন। তিনি বলেন,  

    "আমার প্রস্তাব হচ্ছে আপনারা ঐতিহ্যবাহী প্লাম ফুল দেখার প্যাকেজে চলুন। কারণ এ জায়গায় প্লাম ফুল পাহাড়ের দক্ষিণ দিকে, সুর্যের সামনের দিকে প্লাম ফুল একটু আগে ফোটে।"

    প্লাম ফুল পাহাড়ের প্লাম ফুল দেখে নানচিংয়ের পর্যটক সিয়া টেলিফোন করে নিজের আত্মীয়স্বজনকে আসতে বললেন। তিনি বলেন,

    "আমার আত্মীয়স্বজন সিয়ানমেনে থাকে। তারা প্লাম ফুল দেখার জন্য নানচিংয়ে এসেছেন। কিন্তু তারা জানেন না ফুল ফোটে কিনা। সেজন্য আজ আমি দেখতে এসেছি। খারাপ না। অধিকাংশ ফুল ফুটেছে। সুতরাং আমি ফোনে তাদেরকে জানাই।"

    নানচিংয়ের পূর্বাঞ্চলের প্লাম ফুল পাহাড়ের আয়তন ১শ' হেক্টরেরও বেশি। সেখানে ৩৫ হাজার প্লাম গাছ রয়েছে। 'বিশ্বের প্রথম প্লাম পাহাড়ের' খ্যাতি পায় এ পাহাড়। গত বছর প্লাম ফুল পাহাড় দর্শনীয় স্থান ৩শ'রও বেশি শতাধিক বছরের প্রাচীনকালের প্লাম আমদানী করেছে। নানচিং প্লাম ফুল পাহাড়ের রকম ও জীবনীশক্তি অধিকতরভাবে উন্নত হয়েছে।

    চলতি বছরের বসন্ত উত্সবের আগে দক্ষিণ চীন বরফ-তুষার দুর্যোগের সম্মুখীন হয়েছিল। অন্যান্য প্লাম বাগানের প্লাম ফুল ক্ষতিগ্রস্ত হয় এতে। কিন্তু নানচিং প্লাম ফুল পাহাড়ের প্লাম ফুল অর্ধমুকুল অবস্থায় বরফ ও তুষারের আক্রমণ এড়িয়ে গেছে। যখন বরফ ও তুষার মিলিয়ে যায় তখন সেখানকার ফুল ধীরে ধীরে ফোটে। প্লাম ফুল পাহাড়ের ফুল পূর্বাভাসকারী জু চুন বলেন,

    "বলা যায় আমাদের প্লাম ফুল সে দুর্যোগ এড়িয়ে গেল। বসন্ত উত্সবের প্রথম কয়েক দিনের ঠাণ্ডা গিয়ে এখন তাপমাত্রা বেড়েছে। প্লাম ফুল নিজেদের জমকালো আলো সুরক্ষিত রেখেছে।"

    প্লাম ফুল ছাড়া প্লাম ফুল পাহাড়ের বিভিন্ন সাংস্কৃতিক প্রদর্শনী ও পরিবেশনা কার্যক্রমও ধারাবাহিকভাবে শুরু হয়েছে। ফেব্রুয়ারী মাসের শেষ দিক থেকে মার্চ মাসের মাঝামাঝি সময় পর্যন্ত নানচিং প্লাম ফুল পাহাড়ে পৃথক পৃথকভাবে সংখ্যালঘু জাতির নাচ-গান পরিবেশনাসহ ১২টি সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। চুংশান সমাধিস্থল প্রশাসনিক ব্যুরোর মহাপরিচালক ওয়াং পেংশান ব্যাখ্যা করে বলেন,

    "চলতি বছরের প্লাম ফুল উত্সব হচ্ছে নানচিংয়ের ১৫তম আন্তর্জাতিক প্লাম ফুল উত্সব। আমাদের সমৃদ্ধ সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। সুতরাং নানচিং অধিবাসী হোক আর দেশী-বিদেশী পর্যটক হোক সবাই পুরোপুরিভাবে এ সব সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পারেন।"

    ফোটা প্লাম ফুল, বৈচিত্র্যময় জাতীয় নাচ-গান পরিবেশনা এবং ভাল আবহাওয়া পর্যটক ও অধিবাসীদের বেড়ানোর উত্সাহ বাড়িয়ে দেয়।

    "আজকের রোদ খুব উজ্জ্বল। পরিবারের মানুষের সঙ্গে প্লাম ফুল পাহাড়ে এসে জমকালো পরিবেশনা দেখে মনটা খুব ভালো। আশা করি বাঘ বর্ষে নিজের কাজকর্ম ও সবই সুষ্ঠু হয়ে যাবে। পরিবারের সবার সুখশান্তি হবে।"

    নানচিং একটি ভালোবাসার নগর। প্রতি বছরের প্লাম ফুল উত্সব বসন্ত জানানো দূতের মত দেশী-বিদেশী পর্যটককে প্রাচীন নগর নানচিংয়ে বসন্তকালের দৃশ্য দেখতে উপভোগ করাচ্ছে। নানচিংয়ের মেয়র চি চিয়ানইয়ে বলেন,

    "আমরা চোখের সামনে ঠাণ্ডা মোকাবিলা করে প্লাম ফুল ফোটা উপভোগ করছি। তারা বসন্তকাল জানানোর দূত। বসন্তকাল এসেছে। আমরা এক সঙ্গে হাজার হাজার সুগন্ধ ছড়ানো প্লাম ফুল ভাগাভাগি এবং এক সাথে ভালোবাসার নগর নানচিংয়ের বৈশিষ্ট্যময় আকর্ষণীয় শক্তি অনুভব করবো। 

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040