|
||||||||||||||||||||||||||||

তিনি বলেন, সিনচিয়াংয়ের পর্যটন শিল্পকে সিনচিয়াংয়ের কাঠামো সমন্বয়, কর্মসংস্থান ত্বরান্বিতকরণ ও জীবিকারের পক্ষে কল্যাণকর মূল শিল্প হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি আরো বলেন, জাতীয় পর্যটন ব্যুরো সতর্কতার সঙ্গে কেন্দ্রীয় সরকারের সিনচিয়াং কর্মসভার মর্ম অনুসরণ করার পাশাপাশি ব্যবস্থা নিয়ে সার্বিকভাবে সিনচিয়াংয়ের পর্যটন শিল্পের দ্রুত উন্নয়ন সমর্থন করবে।
"সিনচিয়াং একটি ভালো জায়গা। আশা করি, দেশী-বিদেশী বন্ধুরা সিনচিয়াংয়ে বেড়াতে আসবেন"বলে তিনি দেশী-বিদেশী পর্যটকদের আমন্ত্রণ জানান।
খোং চিয়া চিয়া


| © China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |