Web bengali.cri.cn   
লিয়াওনিং প্রদেশ ও শাংহাইয়ের মধ্যে পর্যটন সহযোগিতা
  2010-06-01 16:05:09  cri
২৯ মে সন্ধ্যায় লিয়াও নিং লোক অনুষ্ঠানের মধ্য দিয়ে '২০১০ বিশ্বমেলা লিয়াওনিং পর্যটন পরিচিতিমূলক সেমিনার ও লিয়াওনিং পর্যটন সন্ধ্যা' শুরু হয়েছে।

পরিচিতিমূলক সেমিনারে লিয়াওনিং প্রাদেশিক পর্যটন ব্যুরো এবং শাংহাই পৌর পর্যটন ব্যুরো সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষর করে। লিয়াওনিং প্রদেশের স্থায়ী ভাইস-গভর্নর স্যুই ওয়েইকুও সেমিনারে অংশ নেন এবং বক্তব্য রাখেন।

পর্যটন সম্পদে সমৃদ্ধ প্রদেশ হিসেবে লিয়াওনিং প্রদেশের পর্যটনের বিভিন্ন অর্থনৈতিক লক্ষ্যমাত্রা সারা দেশের সপ্তম স্থান পায়।

২০০৯ সালে সারা প্রদেশের পর্যটন শিল্পের মোট আয় ২২ হাজার ২৫০ কোটি ইউয়ান। পর্যটন শিল্পকে সে প্রদেশের সেবা শিল্পের প্রধান খাত বলে মনে করা হয়।

লিয়াওনিং প্রাদেশিক পর্যটন ব্যুরো এবং শাংহাই পৌর পর্যটন ব্যুরোর সহযোগিতামূলক চুক্তি অনুযায়ী দু'পক্ষ শাংহাই বিশ্বমেলার প্ল্যাটফর্ম ব্যবহার করে সহযোগিতা চালাবে। বিশ্বমেলা চলাকালে নিয়মিতভাবে একে অপরের পর্যটন সেবা পরিচিত করার পাশাপাশি পর্যটকদেরও পাঠাবে।

খোং চিয়া চিয়া

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040