Web bengali.cri.cn   
লিয়াংনিংতে 'জাদুঘর দিবসের' প্রচার কার্যক্রম অনুষ্ঠিত
  2010-05-18 16:03:31  cri
১৮ মে হচ্ছে ৩৪তম আন্তর্জাতিক জাদুঘর দিবস। এবারের এ দিবসের প্রতিপাদ্য হচ্ছে 'জাদুঘর সামাজিক সম্প্রীতির চেষ্টা করে'। এ দিবস উপলক্ষে লিয়াওনিং প্রাদেশিক সংস্কৃতি বিভাগ, প্রাদেশিক পুরাকীর্তি ব্যুরো, শেনইয়াং পৌর সংস্কৃতি, বেতার, টেলিভিশন ও তথ্য প্রকাশনা ব্যুরো এবং শেনইয়াং পৌর পুরাকীর্তি ব্যুরোর যৌথ উদ্যোগে ১৬ মে সকালে লিয়াংনিং জাদুঘরের মহাচত্বরে এক প্রচার কার্যক্রম অনুষ্ঠিত হয়।

জানা গেছে, ইউনেস্কোর অধীনস্থ আন্তর্জাতিক জাদুঘর সমিতি ১৯৭৭ সালে ১৮ মে'কে বিশ্ব জাদুঘর সাংস্কৃতিক প্রচার দিবস হিসেবে নির্ধারণ করে।

লিয়াংনিং প্রদেশ ধারাবাহিকভাবে দশ-বার বছর ধরে ১৮ মে আন্তর্জাতিক জাদুঘর দিবসের প্রচার কার্যক্রমের আয়োজন করে আসছে। এ কার্যক্রমের বিষয় ব্যাপক এবং রূপ প্রতি বছর সৃজনশীল হয়। এর ফলে নিজেদের বৈশিষ্ট্যময় ব্র্যান্ড গড়ে উঠেছে।

খোং চিয়া চিয়া

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040